• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    প্রিমিয়ার লিগের সম্প্রচারে আগ্রহী নয় কোনো চ্যানেল!

    প্রিমিয়ার লিগের সম্প্রচারে আগ্রহী নয় কোনো চ্যানেল!    

    প্রতি বছর ঢাকা প্রিমিয়ার লিগের সময় প্রশ্নটা ওঠেই। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগেরও এমনকি কোনো ম্যাচ সরাসরি সম্প্রচার হয় না টিভিতে। এবারও প্রিমিয়ার লিগের ড্রাফটে আজ সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদের কাছে প্রশ্নটা উঠল। উপস্থিত সাংবাদিকদের একরকম আকুতির সুরেই বললেন, প্রিমিয়ার লিগে যেন সম্প্রচারের ব্যবস্থা করা হয়। দুঃখের সঙ্গে বললেন, অনেক চেষ্টার পরেও কেউই এখন পর্যন্ত আগ্রহ দেখায়নি।

     

     

    সামনের ৮ মার্চ থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। তবে এবার একটু ভিন্নতা আছে, ওয়ানডে ফরম্যাট শুরুর আগে ২৫ ফেব্রুয়ারি ১২টি দলকে নিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি লিগ। সেই হিসেবে এবার সম্প্রচার নিয়েও বাড়তি একটু আগ্রহ থাকতে হবে টিভি চ্যানেলগুলোর। বিপিএলই যেমন দেখানো হয়েছিল গাজী টিভি ও মাছরাঙায়, তবে প্রিমিয়ার লিগ নিয়ে এখনো কোনো আগ্রহ দেখায়নি বলেই নিশ্চিত করলেন কাজী ইনাম। একরকম মিনতির সুরেই বললেন, ‘আমি বার বার অনুরোধ করেছি, আমাদের গাজী টিভির সাথেও কথা হয়েছে। এবারের টি-টোয়েন্টি লিগ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সুপার লিগেও যদি কেউ কিছু খেলা দেখাতে চায়। আমি যখন মার্কেটিং এবং কমার্শিয়ালের দায়িত্বে ছিলাম তখনও আমি চার বছর ধরে এই কথাটা বলে গেছি। কিতু দুর্ভাগ্যজনকভাবে নিজের সেরা চেষ্টা করার পরেও আমি ওইরকম আগ্রহ কারও কাছ থেকে দেখিনি। যদি কারও আগ্রহ থাকে তাহলে এটা দেখানোর চেষ্টা করব, ব্যবস্থা করব।’

    এখন পর্যন্ত প্রিমিয়ার লিগ কোথাও দেখানোর সম্ভাবনা তাই ক্ষীণই!