• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    অনিয়মিত হৃদকম্পনে অনিশ্চিত খেদিরার ভবিষ্যৎ

    অনিয়মিত হৃদকম্পনে অনিশ্চিত খেদিরার ভবিষ্যৎ    

    দলের সাথে মাদ্রিদে যাওয়ার কথা ছিল তাঁরও। শেষ মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকে ছিটকে গেছেন জুভেন্টাসের স্যামি খেদিরা। তবে কোনো ইনজুরি নয়, অনিয়মিত হৃদকম্পনের কারণেই ইতালিতে থেকে গেছেন খেদিরা।

     

     

    অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দলের সাথে কয়েকদিন ধরেই অনুশীলনে ব্যস্ত ছিলেন খেদিরা। মাদ্রিদে পৌঁছানোর আগে তুরিনে দলের শেষ অনুশীলনেও যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই এক পর্যায়ে অসুস্থ বোধ করেন খেদিরা।

     

    জুভেন্টাসের ফিজিও প্রাথমিক পর্যবেক্ষণের পর জানান, খেদিরার হৃদকম্পন একদমই নিয়মিত নয়। তাঁর বিশ্রামের প্রয়োজন, প্রয়োজন আরও শারীরিক পরীক্ষাও। কারণ অনিয়মিত হৃদকম্পন নিয়ে যদি তিনি খেলেন, তাহলে স্ট্রোক, হার্ট অ্যাটাক কিংবা অন্য সমস্যাও হতে পারে!

    ডাক্তারদের এমন আশংকার পর খেদিরাকে অনুশীলন থেকে নিয়ে যাওয়া হয়, রাখা হয় বিশ্রামে। এরপর ক্লাবের পক্ষ থেকে ঘোষণা আসে, অ্যাটলেটিকোর বিপক্ষে প্রথম লেগের ম্যাচে দলের সাথে মাদ্রিদে যাচ্ছেন না খেদিরা। হাসপাতালে তাঁর পরবর্তী শারীরিক পরীক্ষা হবে আজ।

    সুস্থ হয়ে কবে ফিরবেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার, সেটা এখনো নিশ্চিত করেনি জুভেন্টাস।