• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    সরাসরি সম্প্রচার হবে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির তিন ম্যাচ

    সরাসরি সম্প্রচার হবে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির তিন ম্যাচ    

    প্রিমিয়ার লিগের ড্রাফটের সময়ই সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছিলেন, এবার অন্তত কয়েকটি ম্যাচ টিভিতে দেখানোর চেষ্টা করবেন। আপাতত টি-টোয়েন্টিতে সেটা হচ্ছে, প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির শেষ তিনটি ম্যাচ সরাসরি দেখানো হবে গাজী টিভিতে। এর আগে বিপিএল সহ বিভিন্ন টুর্নামেন্ট বিদেশী ব্যবস্থাপনায় হলেও এবার দেশীয় ব্যবস্থাপনায় এই ম্যাচগুলো সম্প্রচার হবে বলে নিশ্চিত করেছেন গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ। সেই সঙ্গে ভুলত্রুটি হলে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখারও আহবান জানিয়েছেন। আর বরাবরের মতো ওয়ালটনই থাকছে এবার মূল পৃষ্ঠপোষক। 

     

     

    ৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু প্রিমিয়ার লিগ। তার আগে কাল ২৫ ফেব্রুয়ারি থেকে ১২ দলকে নিয়ে শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাট।  আজ মিরপুর তাই সরগরম ছিল দলগুলোর অনুশীলনে। এবার অবশ্য ৮টি দল শুধু দুইটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে, ফাইনালিস্ট দুই দল খেলবে সর্বোচ্চ চার ম্যাচ। তবে এটাকেও বড় প্রাপ্তি হিসেবে দেখছেন লিজেন্ডস অব রূপগঞ্জের শাহরিয়ার নাফীস, ‘দুইটা ম্যাচ, মনে হতে পারে দুইটা ম্যাচে কি হতে পারে। আসলে এটা একটা শুরু। এবার দুইটা ম্যাচ হচ্ছে , সেমিফাইনাল ও ফাইনাল হলে মোট চারটা ম্যাচ হবে। আশা করি এটা শুরু, পরবর্তীতে হয়তো ম্যাচের সংখ্যা বাড়বে। আমরা যারা সবাই সবসময় বিপিএলে সুযোগ পাই না, আমরা যদি টি-টুয়েন্টি প্ল্যাটফর্ম পাই আমরা পারফর্ম করতে পারব। এই টুর্নামেন্টটা আমরা বিপিএলে আমাদের আরও সুযোগ করে দিতে সাহায্য করবে।’

     

     

    কাল শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শুরু কবে রূপগঞ্জ নাফীস সহজ মনে করছেন না প্রতিপক্ষ সহজ হবে, ‘টি-টোয়েন্টি ম্যাচে প্রতিটা অপনেন্টই কঠিন। শাইনপুকুর গত বছরও ভালো করেছে, বেশ ইয়াং কিছু প্লেয়ার নিয়ে টিম করেছে। আমরা অবশ্যই খুব শক্ত প্রতিপক্ষ মনে করছি এবং চেষ্টা করব ভালো পারফর্ম করে জেতার।’