• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    সুপার লিগ দিয়েই ফেরার আশা তাসকিনের

    সুপার লিগ দিয়েই ফেরার আশা তাসকিনের    

    ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ থেকে মাঠে ফেরার আশা করছেন চোটে পড়া পেসার তাসকিন আহমেদ। বিপিএলে অ্যাঙ্কেলের চোটের কারণে নিউজিল্যান্ড সফরের দলে ডাক পেয়েও ছিটকে গিয়েছিলেন তিনি। প্রায় এক বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন তাসকিন। অবশ্য বিশ্বকাপের দলে সুযোগ পেতে প্রিমিয়ার লিগটা আগে থেকেই তার পরিকল্পনায় ছিল বলে জানাচ্ছেন তাসকিন। 

    বিপিএলে সিলেট সিক্সারসের শেষ ম্যাচে তাসকিন চোট পেয়েছিলেন ১ ফেব্রুয়ারি। তিন সপ্তাহ পেরিয়ে গেছে, ২৫ তারিখ থেকে স্ক্র্যাচ ছাড়াই হাঁটতে পারবেন বলে আশা তার। বারবার চোটের পরও ফিরে আসার তাগিদটা তিনি পাচ্ছেন ‘রোল মডেল’ মাশরাফি বিন মুর্তজার কাছে, “ঠিক হয়ে যাবে আশা করি। আমার যেই ‘রোল মডেল’- মাশরাফি ভাই- তিনি অনেক সংগ্রাম করেই কিংবদন্তি হয়েছেন। তো এটা মানতে হবে, পেসার হিসেবে চোট আসবে। যত দ্রুত ফেরা যায় ততই ভালো। মানসিকভাবে দৃঢ় থাকলে কম সময়েও ফেরা যায়। ইনশাআল্লাহ আমি পারব।”

    “কোনো সমস্যা না হলে সব কিছু এভাবে চলতে থাকলে অবশ্যই সুপার লিগ থেকে খেলতে পারব। যদি আমি চোটে নাও পড়তাম, খেলা শুরু যখন হতো তখন থেকেই প্রিমিয়ার লিগকে আরও নিবেদন দিয়ে খেলতাম। প্রত্যেকটা সেশনই গুরুত্বপূর্ণ। যখন একটার পর একটা চোট এসেছে, সব মিলিয়ে একটা কঠিন গিয়েছে। আসলে ভালো খেলার সময়টা যত বড় করা যায় ক্যারিয়ারের জন্য, এটাই গুরুত্বপূর্ণ।” 

    নিউজিল্যান্ড সফরের দলটা করা হয়েছিল বিশ্বকাপের কথা মাথায় রেখেই। সেদিক থেকে চোট একটা সুযোগ কমিয়ে দিয়েছে তাসকিনের। তবে আশা ছাড়ছেন না তিনি, “আসলে প্রিমিয়ার লিগ শুরু হলে আমি আমার সেরাটা দিতে চেষ্টা করব। বিশ্বকাপ স্কোয়াডে যেন সুযোগ হয়, সেটা সহজ কিছু না, কঠিন। হয়তো বিপিএলে ভালো খেলার কারণে একটা সুযোগ তৈরি হয়েছে, কিন্তু এখনো চ্যালেঞ্জ আছে, সুস্থ থাকা, লিগে সুযোগ হলে ভাল খেলা। তারপর আয়ারল্যান্ড সিরিজ আছে। তো অবশ্যই বাংলাদেশ দলে খেলা ও ধরে রাখা অনেক কঠিন একটা চ্যালেঞ্জ।”

    ৮ মার্চ থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। প্লেয়ারস ড্রাফটে অবশ্য চোটের কারণে কোনও দল নেয়নি তাকে, সেখানে বলা আছে তাকে পাওয়া যাবে ১ এপ্রিলের পর থেকে। প্লেয়ারস ড্রাফটে বি প্লাস ক্যাটাগরিতে ছিলেন তিনি।