সোহান-নাসিরের পর শহীদুলে শেখ জামালের শুভসূচনা
শেখ জামাল ২০ ওভারে ১৬৯/৫
খেলাঘর ২০ ওভারে ১৫৮/৫
ফলঃ শেখ জামাল ১১ রানে জয়ী
শেষ ওভারে দরকার ছিল ১৯ রান। মাসুম খান করে ফেলেছিলেন ৫ বলে ১৫ রান, খেলাঘরের তাই আশা ছিল। কিন্তু শহীদুল ইসলামের শেষ ওভার থেকে এলো মাত্র ৭ রান। ১১ রানে জিতে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শুভ সূচনা করল গত বারের রানার্স আপ শেখ জামাল ধানমন্ডি।
মিরপুরে শুনশান গ্যালারিতে মেরেকেটে শ দুয়েক দর্শক। তবে ফাগুনের ঠাণ্ডা দুপুরে খেলাটা জমল ভালো। শুরুটা ভালো করেছিল শেখ জামাল, দুই ওপেনার ফারদীন হাসান অনি ও ইমতিয়াজ হোসেন ৫ ওভারের মধ্যে তুলে ফেলেছিলেন ৩৮ রান। ১৯ বলে ২১ রান করে ফারদীন আউট। এরপর হাসানুজ্জামান খেলে যান ১৩ বলে ২৬ রানের একটা ক্যামিও। মইনুলের ওই ওভারেই ২৬ বলে ৩১ রান করে আউট ইমতিয়াজ হোসেন। ১০ ওভারে ৮১ রানে শেখ জামাল হারাল ৩ উইকেট।
তবে নাসির হোসেন ও নুরুল হাসান সোহান সেখান থেকে টেনে নিয়ে গেলেন। দুজনের জুটিতে উঠল ৬৫ রান, ২৭ বলে ৩৪ রান করে এরপর আউট নাসির। তবে নুরুল খেলছিলেন দারুণ, ২৮ বলে ৪৩ রান করে আউট যখন হলেন, শেখ জামাল তুলে ফেলেছে ১৬১ রান। শেষ ১৬৯ রানেই থামল তারা।
সেই রান তাড়া করে খেলাঘর ৪১ রানে হারায় সাদিকুর রহমানকে। তবে রবিউল ইসলাম রবি খেলছিলেন দুর্দান্ত, জিয়াউর রহমানের এক ওভারে ছয়ের পর দুই চারও মারলেন। ১২.৪ ওভারে ১০০ রান হলো খেলাঘরের, ১ উইকেট হারিয়ে। ম্যাচেও তারা ছিল ভালোমতোই। কিন্তু ৪১ বলে ৬৯ রান করে রবির আউটের পর পথ হারিয়ে ফেলে তারা। শেষ দিকে রান রেটের সঙ্গে আর পাল্লা দিতে পারেনি। ৩৬ রানে ৪ উইকেট নিয়ে নায়ক তাই শেখ জামালের শহীদুলই।