• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    শুভাগত-ঝড়ে ঢাকা পড়লেন নাফীস

    শুভাগত-ঝড়ে ঢাকা পড়লেন নাফীস    

    লিজেন্ডস অফ রুপগঞ্জ ১১৫/৫, ১৩ (১৩) ওভার 
    শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১১৭/৫, ১২.৩ (১৩) ওভার
    শাইনপুকুর ৫ উইকেটে জয়ী


    বিপিএলে খুব একটা ভালো করতে পারেননি, তবে শাহরিয়ার নাফীস জানান দিলেন এখনও ফুরিয়ে যাননি তিনি। ২৪ বলে ৩৬ রানের ইনিংসটাও অবশ্য জেতাতে পারল না লিজেন্ডস অব রূপগঞ্জকে। শুভাগত হোমের ১০ বলে ৩২ রানের ইনিংসে জয় পেল শাইনপুকুরই।

    বৃষ্টির জন্য ম্যাচটা নেমে এসেছিল ১৩ ওভারে। রূপগঞ্জের শুরুটা ভালো হয়নি, ৫.৫ ওভারে ৩৪ রানে হারায় মোহাম্মদ নাইমকে। পরের ওভারে সালাহউদ্দিন পাপ্পুও আউট, সোহরাওয়ার্দী শুভর ওই ওভারে ৬ রান ক্রএ আউট মেহেদী মারুফও। ৪৪ রানের মধ্যে ৩ উইকেট নেই রূপগঞ্জের। ৪৭ রানের জুটিতে পরিস্থিতিটা সামাল দিলেন জাকের আলী ও নাফীস, এর মধ্যে শুরু হয়ে গেছে নাফীসের পালটা আক্রমণও। ৮২ রানেই আউট মুক্তার আলী। তবে নাফীস আর নাঈম ইসলাম শেষ দিকে এসে রান তুললেন দ্রুত। ২৪ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন নাফীস, নাঈম ইনিংস শেষ করেছেন ৪ বলে ১৫ রান করে। ১৩ ওভারে ১১৫ রানে থেমেছে রূপগঞ্জ।

    সেই রানটাই যথেষ্ট হয়ে যাবে মনে হচ্ছিল রূপগঞ্জের জন্য। ৫৯ রানে যখন ৩ উইকেট হারিয়েছে রূপগঞ্জ, ৮.৩ ওভার হয়ে গেছে ম্যাচের। বাকি ২৭ বলে করতে হবে ৫৭ রান। শুভাগত হোম এলেন, তুলতে শুরু করলেন ঝড়। ১০ বলে ৩২ রান করে যখন আউট হলেন, জয়ের অনেকটাই কাছে চলে এসেছে শাইনপুকুর। শুভাগত আউট হলেও ২ বলে ১০ রান করে ম্যাচটা শেষ করে এসেছেন দেলোয়ার হোসেন।