গাজীর জয়ে ব্যাটিংয়েও রনি, বোলিংয়েও রনি
স্কোর
গাজী গ্রুপ ১০ ওভারে ১২৩/৪
বিকেএসপি ১০ ওভারে ৯৬/৪
ফলঃ গাজী গ্রুপ ২৭ রানে জয়ী
বৃষ্টির জন্য খেলা শুরুই হলো ঘণ্টাখানেক দেরিতে। ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটারস আর বিকেএসপির ম্যাচটা তাই নেমে এলো ১০ ওভারে। সেই টি টেনেই ঝড় তুললেন রনি তালুকদার, পরে আবু হায়দার রনির আরেকটি দুর্দান্ত স্পেলে শেষ পর্যন্ত ২৭ রানের জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটারস।
বৃষ্টিতে ম্যাচের আয়ু কমে আসার পর টসে জিতে গাজীকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বিকেএসপি। রনি যেন বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে যেখান থেকে শেষ করেছিলেন, আজও শুরুটা করেছিলেন সেখান থেকে। ওয়ালিউল করিমকে নিয়ে ৫ ওভারের মধ্যে তুলে ফেলেন ৬২ রান, ১৮ বলে ২৫ রান করার পর আউট হয়ে যান ওয়ালিউল। শামসুর রহমান অবশ্য বিপিএলের ফর্মটা দেখাতে পারলেন না, ওই ওভারেই আউট ১ রান করে। নওশাদ ইকবালের সেই ওভারের তৃতীয় শিকারে পরিণত হন রনি, তার আগে খেলে যান চার ছক্কা ও দুই চারে ১৬ বলে ৪১ রানের ইনিংস।
এরপর সাজ্জাদুল হক ৮ বলে ২০ রান করে মোমেন্টামটা ধরে রাখেন। তবে গাজী গ্রুপের রান ১২৩ রান পর্যন্ত যাওয়ার কৃতিত্ব মাইশুকুর রহমান ও তৌহিদ তারেকের। মাইশুকুর ১১ বলে ১৯ রান করেছেন, তৌহিদ তারেক করেছেন ৬ বলে ১১ রান।
সেই রান তাড়া করতে নেমে ৬ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল খেলাঘর। দুর্দান্ত প্রথম ও তৃতীয় ওভারে আবু হায়দার একাই তুলে নেন ২ উইকেট, যার মধ্যে একটি আবার মেডেন। খেলাঘর যখন ম্যাচটা হেরেই যাচ্ছিল, সেখান থেকে তাদের আশা আবার বাঁচিয়ে তোলেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলী। আমিনুল ইসলামকে নিয়ে ৭৯ রানের জুটিতে পাল্টা আক্রমণ শুরু করেছিলেন। কিন্তু রান রেটের সঙ্গে আর পাল্লা দিতে পারেননি, শেষ পর্যন্ত বিফলেই গেছে আকবরের ২০ বলে ৪৩ রানের ইনিংস।