• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    অবশেষে কথা বলল আরিফুলের ব্যাট

    অবশেষে কথা বলল আরিফুলের ব্যাট    

    প্রাইম ব্যাংক ২০ ওভারে ১৬৯/৪

    ব্রাদার্স ইউনিয়ন ২০ ওভারে ১২২/৮

    ফলঃ প্রাইম ব্যাংক ৪৭ রানে জয়ী


    বিপিএলে রান পাননি, অনেক দিন ধরেই কথা বলছে না তাঁর ব্যাট। জাতীয় দল থেকেও বাদ পড়েছেন, জায়গা হয়নি নিউজিল্যান্ড সফরে। তবে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আবার হেসেছে আরিফুল হকের ব্যাট। আজ মিরপুরে তাঁর ৩৩ বলের ৫৯ রানের ইনিংসটাই গড়ে দিয়েছে প্রাইম ব্যাংকের জয়ের ভিত। ব্রাদার্সকে ৪৭ রানে হারানোর পর আবাহনীর সঙ্গে প্রাইম ব্যাংকের ম্যাচটা এখন অলিখিত কোয়ার্টার ফাইনালই।

    শুরুতে ব্যাট করতে নেমে অবশ্য ধুঁকছিলই প্রাইম ব্যাংক। অধিনায়ক এনামুল হক বিজয় আউট হয়ে গেছেন ৬ রানে, উইকেটকিপার জাকির হাসান ফিরেছেন ৯ রানে। ৪৭ রানের ভেতরেই ৩ উইকেট হারিয়েছিল প্রাইম ব্যাংক। ওপেনার রুবেল মিয়া যখন ৪৪ রানে আউট হলেন, ১৩.৪ ওভারে ৮২ রানে ৪ উইকেট হারিয়েছে প্রাইম ব্যাংক।

    সেখান থেকেই ঝড় শুরু করলেন আরিফুল ও নাজমুল হোসেন মিলন। দুজন পঞ্চম উইকেটে ৮৭ রান যোগ করলেন মাত্র ৩৮ বলে। আরিফুল অপরাজিত ছিলেন ৩৩ বলে ৫৯ রান করে, চারটি চারের সঙ্গে তাতে ছিল দুইটি ছয়। আর মিলন নিজের ‘ছক্কা মিলন’ নামটা মনে করিয়ে দিয়ে ২১ বলে ৪৫ রানের ইনিংসে মেরেছেন চারটি ছয়। ব্রাদার্সের অধিনায়ক শরিফুল্লাহই ছিলেন সবচেয়ে সফল, ২৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

    এই রান তাড়া করতে নেমে কখনোই ঠিকমতো গতি পায়নি ব্রাদার্সের ইনিংস। ফজলে মাহমুদ রাব্বির ৩২ বলে ৩৯ রানের ইনিংস ছাড়া বাকি কেউ বিশের ঘরেও যেতে পারেননি। ২০ ওভার শেষে ১২২ রানেই তাই থেমেছে ব্রাদার্সের ইনিংস।

    তার আগে দিনের অন্য ম্যাচে ফতুল্লায় খেলাঘরকে ৬ উইকেটে হারিয়েছে নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাব। ১৭ ওভারে ৭ উইকেটে ১০৯ রান তুলেছিল খেলাঘর। তানজিদ হাসানের অপরাজিত ৭২ রানে ৭ বল হাতে রেখেই সেই রান টপকে গেছে উত্তরা।