আবাহনীর রুবেলকে ছাপিয়ে নায়ক প্রাইম ব্যাংকের রুবেল
প্রাইম ব্যাংক ২০ ওভারে ১৭৬/৬
আবাহনী ২০ ওভারে ১২৭/৯
ফলঃ প্রাইম ব্যাংক ৪৯ রানে জয়ী
দুজনের নামই রুবেল। একজনকে সবাই চেনেন, জাতীয় দলে খেলছেন অনেক দিন থেকেই। তবে রুবেল হোসেন আজ বল নয়, ব্যাট হাতেই আলো ছড়ালেন। কিন্তু অন্য আরেকজন রুবেল মিয়াকে আড়াল করতে পারলেন না। বরং ৭৬ রানের ইনিংসে দিন শেষে প্রাইম ব্যাংকের রুবেল মিয়াই হয়ে গেলেন নায়ক। আবাহনীকে ৪৯ রানে হারিয়ে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সেমিফাইনালে চলে গেল প্রাইম ব্যাংকই।
২৬ বছর বয়সী রুবেল মিয়ার টি-টোয়েন্টি অভিষেক এবারই, লিস্ট এ ম্যাচ খেলেছেন মাত্র ১৭টি। তবে প্রথম ইনিংসে ৪৪ রান করার পর আজ আবার আলো ছড়ালেন। অধিনায়ক এনামুল হক বিজয়কে তাঁর ৬৭ রানের উদ্বোধনী জুটিই গড়ে দিয়েছে প্রাইম ব্যাংকের জয়ের ভিত। ২২ বলে ৩৭ রান করে বিজয় আউট হলেও রুবেল মিয়ার রানের জোয়ারে ভাটা পড়েনি। ৪০ বলে পেয়েছেন ফিফটি, এরপর আল আমিন ও আরিফুল হককে নিয়ে গড়েছেন ৩২ ও ৪০ রানের দুইটি জুটি। শেষ পর্যন্ত ৫৬ বলে ৭৬ রানে আউট হয়েছেন, যাতে ছিল চারটি ছয়। এর মধ্যে নিজের মিতা রুবেল হোসেনের পর পর দুই বলে মেরেছেন ছয়-চার। পেসার রুবেল ও সাইফ উদ্দিন ছাড়া কমবেশি ঝড় গেছে আবাহনীর সব বোলারদের ওপরেই। স্পিনার নাজমুল ইসলাম অপুই দিয়েছেন তিনটি ছয়, জাকারিয়া ইসলামের এক ওভার থেকে এসেছে ২৪ রান। শেষ পর্যন্ত ১৭৬ রানে গিয়ে থেমেছে প্রাইম ব্যাংক। ১৩ বলে ২০ রান করে আল আমিন ও ১৫ বলে ২১ রান করে আরিফুল হকও তাতে রেখেছেন অবদান।
আবাহনীর অবশ্য এই রান তাড়া করার মতো ব্যাটসম্যান অনেকই ছিল। কিন্তু ২০ রানের মধ্যে দুই ওপেনার শাকিল হোসেন ও জহির জাবেদকে হারিয়ে বসে তারা। সবচেয়ে বড় ধাক্কাটা খায় ৬ রান করে সাব্বির রহমান ফিরে যাওয়ার পর। ২০ রানের মধ্যে আবাহনীর ৩ উইকেট নেই, শেষ পর্যন্ত ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি। ৭০ রানে ৭ উইকেট পড়ার পর সবাইকে চমকে দিয়ে রুবেল হোসেনের ব্যাট তলোয়ারের মতো চলতে শুরু করে। ২৩ বলে ৩৬ রানের ইনিংসে তিনটি চারের সঙ্গে ছিল দুইটি ছয়। কিন্তু দিন শেষে মিরপুরের গুটিকয়েক দর্শককে তা শুধু বিনোদনই দিয়েছে। ২০ ওভার খেলেও ১২৭ রানের বেশি করতে পারেনি আবাহনী।