বৃষ্টির দিনে শেষ চারে শেখ জামাল
সকালের পর দুপুর পর্যন্ত একটু বিরতি, এর পরেই আবার শুরু হয়ে সময়ের বৃষ্টি। আর তাতেই মিরপুরে ভেসে গেছে গাজী গ্রুপ-প্রাইম দোলেশ্বরের ম্যাচ। সেই ম্যাচটি হবে আগামীকাল, সেখানেই ঠিক হবে শেষ চারে প্রাইম ব্যাংক কোন দলকে পাচ্ছে। তার আগে ফতুল্লার অন্য ম্যাচে উত্তরা স্পোর্টিংকে হারিয়ে সেমিফাইনালে আগেই উঠে গেছে শেখ জামাল। শেষ চারে ওঠা অন্য দুই দল প্রাইম ব্যাংক ও শাইনপুকুর। ১ মার্চ সেমিতে শেখ জামাল খেলবে শাইনপুকুরের সঙ্গে, আর প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ ডি গ্রুপের বিজয়ী গ্রুপ।
শেখ জামালের ম্যাচটাও বৃষ্টির কারণে পণ্ড হতেই বসেছিল। শেষ পর্যন্ত ফতুল্লায় দুই দল ব্যাট করার সুযোগ পেয়েছে মাত্র ৮ ওভার। শুরুতে ব্যাট করে সেই ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে শেখ জামাল। ১৮ বলে ২৫ রান করেছেন ওপেনার ফারদীন হাসান। ইমতিয়াজ হোসেন ৯ বলে করেছেন ১২, নাসির হোসেন অপরাজিত ছিলেন ৮ বলে ১১ রান করে। উত্তরার সাজ্জাদ হোসেন ১ ওভার বল করেই নিয়েছেন ৩ উইকেট।
এরপর আবার বৃষ্টিতে সেই ৮ ওভার নেমে এসেছে ৭ ওভারে, উত্তরার সামনে নতুন লক্ষ্য দাঁড়িয়েছে ৬৪। কিন্তু সেটাই নিতে পারেনি তারা, ৭ ওভার শেষে থেমেছে ৫৯ রানে। ওপেনার আনিসুল ইসলাম করেছেন সর্বোচ্চ ১৩ রান। ১১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা ইলিয়াস সানি।
ফতুল্লায় মোহামেডান-লিজেন্ডস অব রূপগঞ্জের অন্য ম্যাচটা ছিল গুরুত্বহীন। এই গ্রুপ থেকে শাইনপুকুর আগেই উঠে গেছে কাল। নিয়মরক্ষার ম্যাচে শুরুতে ব্যাট করে ২০ ওভারে ১৪৩ রান করেছে মোহামেডান। ৩৪ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন নাদিফ চৌধুরী, আলাউদ্দিন বাবু ২৩ বলে করেছেন ৩০ রান। ৪০ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন পেসার মোহাম্মদ শহীদ।
তবে সেই রান তাড়া করতে গিয়েই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রূপগঞ্জ। অধিনায়ক নাঈম ইসলামই যা একটু চেষ্টা করেছিলেন। ২৩ বলে ২৮ রান করে যখন আউট হন, ১২ ওভারে রূপগঞ্জ ৩ উইকেট হারিয়ে তুলেছে ৬৯ রান। কিন্তু পথ হারানোর শুরুটা সেখান থেকেই, শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে পেরেছে রূপগঞ্জ। সাকলাইন সজীব, নিহাদুজ্জামান, শাহাদাত হোসেন পেয়েছেন দুইটি করে উইকেট। তবে ৩০ রান আর ১ উইকেটের জন্য ম্যাচসেরা আলাউদ্দিন বাবুই।