ছয়ের রেকর্ড নতুন করে লিখল ইংল্যান্ড
এ সিরিজের প্রথম ওয়ানডেতেই রেকর্ডটা গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদের বিপক্ষে নিউজিল্যান্ডের এক ইনিংসে মারা সবচেয়ে বেশি ২২টি ছয়ের রেকর্ড ছাড়িয়ে ক্যারিবীয়রা মেরেছিল ২৩টি ছয়, ক্রিস গেইল একাই মেরেছিলেন ১২টি। এবার ৪র্থ ওয়ানডেতে উইন্ডিজের সেই রেকর্ডটা ভেঙে দিল ইংল্যান্ড, গ্রেনাডার সেন্ট জর্জেসে ইংল্যান্ড মেরেছে ২৪টি ছয়। এবার জস বাটলার একাই মেরেছেন ১২টি।
সব মিলিয়ে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে গেছে ৪১৮ রান পর্যন্ত, ৬ উইকেট হারিয়ে। জস বাটলার ৭৭ বলে করেছেন ১৫০, সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক এওইন মরগানও। তিনি করেছেন ৮৮ বলে অপরাজিত ১০৩ রান, তার ভাগে ছয় ৬টি। শুরুতে অ্যালেক্স হেলস করেছিলেন ৭৩ বলে ৮২, সবচেয়ে কম ২টি ছয় মেরেছেন তিনি। আর ৪৩ বলে ৫৬ রানের ইনিংসে ৪টি ছয় ছিল হেলসের।
শেষ ১০ ওভারে ইংল্যান্ড তুলেছে ১৫৪ রান!