• দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা সিরিজ
  • " />

     

    বিশ্বকাপেই ওয়ানডেতে শেষ তাহিরের

    বিশ্বকাপেই ওয়ানডেতে শেষ তাহিরের    

    বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেবেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির। ভবিষ্যত প্রজন্মকে সুযোগ করে দিতে তার এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন ৩৯ বছর বয়সী লেগস্পিনার। ওয়ানডে থেকে অবসর নিলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার ইচ্ছা তার, ২০২০ সালের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতেও খেলতে চান তিনি। 

    ২০১১ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডেতে অভিষেক হওয়া তাহির এ পর্যন্ত ম্যাচে খেলেছেন ৯৫টি, ২৪.৫৬ গড়ে ১৫৬টি উইকেট আছে তার। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার আর কোনও স্পিনারের এতো উইকেট নেই, দুইয়ে থাকা নিকি বোয়ের উইকেট ৯৫টি। 

    ওয়ানডে দলে নিয়মিত হলেও তাহিরের টেস্ট ক্যারিয়ার থমকে গেছে ২০১৫ সালেই, ২০১১ সালে অভিষেকের পর ২০ টেস্টের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছেন ২০১৫ সালে। 

    আপাতত তাহিরের লক্ষ্য ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া বিশ্বকাপে খেলা, “আমি সবসময়ই বিশ্বকাপে খেলতে চেয়েছি। দারুণ এই দলে খেলতে  পারাটা অনেক বড় অর্জন হবে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সংগে আমার সমঝোতা হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি বিশ্বকাপেই আমি শেষ করবো। এ কারণেই সে পর্যন্ত চুক্তি আছে আমার।” 

    সিএসএ-র কেন্দ্রীয় চুক্তিতে তাহির আছেন ৩১ জুলাই পর্যন্ত।