অস্ট্রেলিয়াতে অবসর নিতে চান মালিঙ্গা
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রায় নয় বছর আগে। এবারের বিশ্বকাপের পরে হয়ত ওয়ানডে থেকেও সরে দাঁড়াবেন লাসিথ মালিঙ্গা। তবে ওয়ানডেকে বিদায় বললেও আরও কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান তিনি। মালিঙ্গার ইচ্ছা, ২০২০ সালে অস্ট্রেলিয়াতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন।
শ্রীলংকার হয়ে এখন পর্যন্ত ৭২টি টি-টোয়েন্টি খেলেছেন মালিঙ্গা, উইকেট পেয়েছে ৯৭টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি উইকেট আছে শুধু পাকিস্তানের শহীদ আফ্রিদিরই(৯৮টি)। অবসরে যাওয়ার আগে আফ্রিদিকে ছাড়িয়ে যাবেন মালিঙ্গা, এটা অনেকটাই নিশ্চিত। প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেটের কীর্তি গড়ারও দ্বারপ্রান্তে তিনি। মালিঙ্গার নেতৃত্বেই ২০১৪ সালে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল শ্রীলংকা।
আরও পড়ুন- দেশের জন্য আইপিএল ছাড়ছেন মালিঙ্গা
আগামী বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। সেই টুর্নামেন্ট খেলেই ক্রিকেটকে বিদায় বলতে চান মালিঙ্গা, ‘এই বিশ্বকাপের পর থেকেই শেষটা শুরু হবে। ওয়ানডেতে হয়ত আর খেলব না। তবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই ক্যারিয়ার শেষ করতে চাই।’
২০১৪ সালে অধিনায়ক হিসেবে শ্রীলংকাকে জিতিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষবার লংকানদের জার্সি গায়ে কি শিরোপা উঁচিয়ে ধরেই বিদায় বলতে পারবেন?