বিশ্বকাপের পর অবসর নিচ্ছেন ডুমিনি
টেস্ট থেকে অবসর নিয়েছেন দুই বছর আগে। মাঝে কাঁধের ইনজুরির জন্য লম্বা একটা সময় রঙ্গিন পোশাকে জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি জেপি ডুমিনিকে। শ্রীলংকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে দলে ফিরেই ব্যাট ও বল হাতে ছিলেন উজ্জ্বল। সিরিজের শেষ ওয়ানডের আগেই ডুমিনি ঘোষণা দিলেন, আগামী ইংল্যান্ড বিশ্বকাপের পরেই ওয়ানডে থেকে অবসর নেবেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন দুটি বিশ্বকাপ। ২০১৫ সালের বিশ্বকাপে ডুমিনি করেছিলেন দারুণ এক হ্যাটট্রিকও। গত দেড় বছরে ওয়ানডে দলে খুব বেশি সুযোগ হয়নি ডুমিনির, খেলেছেন মাত্র ১৩টি ম্যাচ। ইনজুরির আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ভালো করতে পারেননি, তিন ম্যাচে করেছিলেন ২২ রান। ওই সিরিজের পরেই পড়েছিলেন ইনজুরিতে।
ইনজুরি কাটিয়ে ফিরলেও বিদায় নেওয়ার এখনই সেরা সময়, মানছেন তিনি, ‘কাঁধের ইনজুরির পর অনেক ভেবে দেখেছি। দারুণ একটা ক্যারিয়ার ছিল আমার। কিন্তু এখন বিদায় বলার সময় এসে গেছে। আমি চাই বিশ্বকাপটা খেলেই বিদায় নিতে। এরপর পরিবারকে বেশি সময় দেবো।’
বিশ্বকাপের পর ওয়ানডে না খেললেও টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা যাবে ডুমিনিকে, ‘ওয়ানডে না খেললেও জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টি-টোয়েন্টি খেলে যাব আরও কিছুদিন। এতো বছর ধরে যারা আমার সাথে খেলেছেন, দুঃসময়ে আমার পাশে থেকেছেন, তাদের অনেক ধন্যবাদ।’
ইংল্যান্ড বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন ও দল ভালো কিছু করবে, এমনটাই প্রত্যাশা ডুমিনির, ‘বিশ্বকাপের স্কোয়াড ঘোষণাতে বেশিদিন বাকি নেই, আশা করি আমি সেখানে থাকব। ডু প্লেসির নেতৃত্বে দারুণ একটা দল হয়ে উঠেছি আমরা। নিজেদের সেরাটা দিলে এবার ভালো কিছু করতে পারে দক্ষিণ আফ্রিকা। এই বিশ্বকাপে কেউই ফেবারিট নয়। প্রতিটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। ওভাবেই আমাদের পরিকল্পনা সাজাতে হবে।’
ডুমিনি নিশ্চয়ই বিশ্বকাপ উঁচিয়ে ধরেই বিদায় বলতে চাইবেন!