মাশরাফি বললেন, রুবেলের পাশেই আছেন
‘রুবেল তুমি ভালো হয়ে উঠবে ইনশাল্লাহ। আমরা সবাই তোমার পাশে আছি, বন্ধু’-
নিজের ফেসবুক স্ট্যাটাসে কথাটা লিখেছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ দলে খেলা স্পিনার মোশাররফ হোসেন রুবেল কাল জেনেছেন ভয়ংকর এক দুঃসংবাদ, ব্রেন টিউমার ধরা পড়েছে তাঁর। তবে আপাতত একটাই স্বস্তির খবর, টিউমার এখনও প্রথম পর্যায়ে আছে। এখনই চিকিৎসা করলে সুস্থ হয়ে ওঠার কথা তাঁর।
হঠাৎ করেই বিনা মেঘে বজ্রপাতের মতো এই খবর পেয়েছেন রুবেল। কদিন আগেও বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছেন একটা ম্যাচ। অসুস্থ বোধ করার পর পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েই এই সংবাদ পেয়েছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অস্ত্রোপচার করতে হবে। ভিসা সংক্রান্ত কাজও শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন।
কাল পর্যন্তও বিসিবিকে এই ব্যাপারে কিছু জানাননি। রুবেল বলেছেন, সাকিব আল হাসান ও আকরাম খানসহ সাবেক ও বর্তমান বেশ কয়েকজন ক্রিকেটার এর মধ্যেই যোগাযোগ করেছেন তাঁর সঙ্গে। প্রতিশ্রুতি দিয়েছেন পাশে থাকার। মাশরাফি বিন মুর্তজাও বলেছেন, তিনি রুবেলের সাথেই আছেন।
চিকিৎসার জন্য এখন পর্যন্ত ৪০ লাখ টাকার মতো লাগবে বলে ধারণা করা হচ্ছে। সেজন্য বিসিবির সহায়তা বিশেষভাবেই দরকার হবে রুবেলের।
বাংলাদেশের হয়ে পাঁচটি ওয়ানডে খেলেছেন রুবেল। ২০১৬ সালে আট বছর পর সুযোগ পেয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। প্রথম শ্রেণিতে ৩৯২টি উইকেট আছে তাঁর, রান করেছেন ৩ হাজারের বেশি।