• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    আইপিএলে সবাইকে 'দেখেশুনে' খেলতে বললেন কোহলি

    আইপিএলে সবাইকে 'দেখেশুনে' খেলতে বললেন কোহলি    

    বিশ্বকাপের আগে আর ওয়ানডে সিরিজ খেলবে না ভারত। আগামী দেড় মাস ভারতীয় ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন আইপিএলেই। বিরাট কোহলি অবশ্য সবাইকে মনে করিয়ে দিচ্ছেন, আইপিএল না, বিশ্বকাপই সবার আগে। বিশ্বকাপকে সামনে রেখে তাই আইপিএলে সবাইকে একটু 'দেখেশুনেই' খেলতে বললেন কোহলি। 

    ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে কাল। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ ছাড়া আর ওয়ানডে খেলবে না ভারত। কিছুদিন আগে এটা নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন কোহলি। বিসিসিআইকে টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে সিরিজ আয়োজনের আহবানও জানিয়েছিলেন।

    ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে সবাইকে ‘উপভোগ’ করার পরামর্শ কোহলির, ‘ব্যস্ত একটা সূচির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সবাই বিরতি পাচ্ছে। আইপিএলের এই সময়টা উপভোগ করা উচিত। তবে বিশ্বকাপের আগে কিছুটা বিশ্রামও দরকার। আশা করি সবাই এটা বুঝবে।’

    আইপিএল নয়, বিশ্বকাপই সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনে করিয়ে দিলেন কোহলি, ‘আইপিএল আমরা প্রতি বছরই খেলি, কিন্তু বিশ্বকাপ আসে চার বছর পরপর। আমি বলছি না আইপিএলে পূর্ণ মনোযোগ দিয়ে খেলার দরকার নেই, তবে আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে। কখন বিশ্রাম নেওয়া দরকার সেটা জানতে হবে। কেউ ক্রিকেটারদের ওপর এসব চাপিয়ে দেবে না। সবাই আসলে বিশ্বকাপ খেলতে চায়। এই সময় ইনজুরিতে পড়ে কেউই বিশ্বকাপ মিস করতে চাইবে না। আমাদের একাদশটাও মোটামুটি ঠিক হয়ে গেছে। কেউ খেলতে না পারলে দলের ভারসাম্যও নষ্ট হবে।' 

     

     

    প্রথম দুই ম্যাচ জিতেও শেষ তিন ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে ভারত। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন হারে কি বিচলিত তাঁরা? কোহলি অবশ্য এটা মানতে একদমই নারাজ, 'ড্রেসিংরুমে কেউই বিচলিত নয়। শেষ তিন ম্যাচে আমরা যা করতে চেয়েছি সেটা হয়েছে, শুধু ফলাফলটাই আমাদের পক্ষে আসেনি। গুরুত্বপূর্ণ মুহূর্তে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে ভালো খেলেছে, তাই তাঁরা সিরিজ জিতেছে। আমরা গত এক বছর দারুণ খেলছি, দলেও ভারসাম্য আছে।'