• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'সিমিওনে-উদযাপনের' জন্য ইউয়েফার কাঠগড়ায় রোনালদো

    'সিমিওনে-উদযাপনের' জন্য ইউয়েফার কাঠগড়ায় রোনালদো    

    জুভেন্টাসকে নিজেদের মাঠে হারানোর পর অশোভন ওই উদযাপনটা করেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। পরের লেগে দুর্দান্ত এক হ্যাটট্রিকে সেই উদযাপনেই পাল্টা জবাব দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু জুভেন্টাস সমর্থকেরা তাতে যতই আনন্দ পান, ইউয়েফা ব্যাপারটা নেয়নি ভালোভাবে। ওই উদযাপনের জন্য এবার শাস্তি পেতে হতে পারে রোনালদোকে।

     

    নিজেদের মাঠে জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। হোসে জিমেনেজের প্রথম গোলের পরেই সমর্থকদের দিকে ইঙ্গিত করে কুৎসিত একটা অঙ্গভঙ্গি করেছিলেন সিমিওনে। সেটার জন্য নিষেধাজ্ঞা না হলেও ২০ হাজার ইউরো জরিমানা দিতে হয়েছে সিমিওনেকে। যদিও সিমিওনের দাবি, ওই উদযাপনটা করেছিলেন একাদশ নির্বাচনে নিজের ‘সাহসের’ পরিচয় দেওয়ার জন্য।

     

     

    কিন্তু রোনালদো তা ভোলেননি। গত সপ্তাহ অ্যাটলেটিকোর সঙ্গে হ্যাটট্রিক করার পর জুভেন্টাসের দর্শকদের সামনে সেটাই করলেন রোনালদো। এখন ইউয়েফা জানিয়েছে, শৃঙ্খলাজনিত বিধিনিষেধ ভঙ্গের কারণে রোনালদোকে অভিযুক্ত করা হবে।