• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    অলরাউন্ডার রেজা আর সেঞ্চুরিয়ান সাইফে দোলেশ্বরের জয়

    অলরাউন্ডার রেজা আর সেঞ্চুরিয়ান সাইফে দোলেশ্বরের জয়    

    গাজী গ্রুপ ক্রিকেটার্স ২৩০ অল-আউট, ৪৯.১ ওভার 
    প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ২৩১/৪, ৪৫.৫ ওভার 
    দোলেশ্বর ৬ উইকেটে জয়ী 


    ফরহাদ রেজার পাঁচ উইকেট ও সাইফ হাসানের সেঞ্চুরিতে ভর করে গাজী গ্রুপকে সহজেই হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। মিরপুরে গাজীকে ২৩০ রানে আটকে দেওয়ার পর দোলেশ্বর সেটা টপকে গেছে ৬ উইকেট ২৫ বল বাকি থাকতে। 

    ২৩১ রানের লক্ষ্যে শুরুতেই ওপেনার সৈকত আলিকে হারিয়েছিল দোলেশ্বর। তবে এরপর ফরহাদ হোসেন, মার্শাল আইয়ুব ও সাদ নাসিমের সঙ্গে সাইফের যথাক্রমে ৪১, ৮৯ ও ৩৩ রানের জুটিতে জয়ের কাছে চলে গিয়েছল দোলেশ্বর। ৬৬ বলে ফিফটি করা সাইফ লিস্ট ‘এ’ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেছেন ১২০ বলে। আউট হওয়ার আগে ৪ চার ও ৬ ছয়ে করেছেন ১০২ রান। দোলেশ্বরের জয় নিশ্চিত হওয়ার সময় নাসিম অপরাজিত ছিলেন ৩৫ রানে, রেজা করেছিলেন ১০ বলে ২১ রান। 

    এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা গাজী গ্রুপের ইনিংসজুড়েই তোপ ছিল রেজার। দুই ওপেনার, মিডল অর্ডারে একজনের পর দুই টেইলএন্ডারকে ফিরিয়েছেন তিনি। ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা গাজী মাঝে ধাতস্থ হয়েছিল ৫ম উইকেটে পারভেজ রসুল ও শামসুর রহমানের ১০৪ রানের জুটিতে। তবে এরপর আবার তাদের ইনিংসে নেমেছে ধস, ১৪ রানের ব্যবধানে তারা হারিয়েছে ৪ উইকেট। রসুল ৬৩ বলে করেছিলেন ৬৭ রান, আর শামসুরের স্কোর ছিল ৬৯ বলে ৪৫ রানের। 

    শেষ দুই উইকেটেই গাজী যোগ করেছে ৬৩ রান। আবু হায়দার করেছেন ২৯, নাসুম আহমেদ ১৯- দুজনই খেলেছেন ৩৯ বল করে। ৩৬তম ওভারের শুরুতেই ৮ উইকেট হারিয়ে ফেলা গাজী তাদের কৃতিত্বেই গেছে ২৩০ পর্যন্ত। তবে শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি সেটা। 

     

     

    ৪ ম্যাচে দোলেশ্বরের পয়েন্ট এখন ৬, সমান ম্যাচ খেলে গাজীর সংগ্রহ ৪।