• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    ভয়ই পেয়ে গিয়েছিলেন সাইফ উদ্দিন !

    ভয়ই পেয়ে গিয়েছিলেন সাইফ উদ্দিন !    

    একটু ভয়ই পেয়ে গিয়েছিলেন সাইফ উদ্দিন। অনুশীলনে ব্যাটিং করার সময় পড়ে গিয়েছিলেন বেকায়দায়, বেশ চোট পেয়েছিলেন পিঠে। আবাহনীর হয়ে সর্বশেষ ম্যাচে নামতে পারেননি, খানিকটা যে ভয়ই পেয়েছিলেন। বিশ্বকাপের আগে না আবার বাজে কিছু হয়ে যায়! সাইফ উদ্দিনের জন্য স্বস্তির খবর, গুরুতর কিছু হয়নি তাঁর। সবকিছু ঠিক থাকলে কাল থেকেই মাঠে নামার কথা তাঁর।

    নিউজিল্যান্ড থেকে ফিরে প্রিমিয়ার লিগের শুরু থেকেই খেলছেন। মধ্যে চোটের জন্য কিছুটা ছন্দপতন। তবে আশার কথা, গুরুতর কিছু হয়নি তাঁর। আজ মিরপুরে এই অলরাউন্ডার নিজেই আশ্বস্ত করলেন, ‘ আমার রেস্টে থাকার কথা ছিল। স্যার বললো ব্যাটিং করতে। উইকেট একটু ভেজা ছিল। যার কারণে ব্যাল্যান্স হারিয়ে একটু ব্যথা পেয়েছিলাম। আল্লাহ রহমতে ভালো আছি, সুস্থ আছি। এমআরআই নিয়ে একটু ভয়ে ছিলাম। আল্লাহ রহমতে পজেটিভ ছিল।’

    স্বীকার করলেন, একটু ভয়ই পেয়ে গিয়েছিলেন, ‘ভয় (ইনজুরি) পাওয়াটাই স্বাভাবিক। সামনে বিশ্বকাপ, সবার স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। পাশাপাশি সব ম্যাচই ইম্পরট্যান্ট। এখানে ভালো করলে আত্মবিশ্বাস বাড়বে। এখন ছন্দে আছি, এই জন্য ম্যাচ গুলো মিস করতে চাই না। জিমে কাজ করেছি। দেবাশিষ দা অনেক পরীক্ষা নিয়েছিল। রানিং, ফিটনেস সব কিছুই পজেটিভ। টিম ম্যানেজমেন্ট জানবে কবে খেলতে পারব। আমি ফিট আছি খেলার জন্য।’

     

     

    আবাহনী কোচ খালেদ মাহমুদও নিশ্চিত করলেন, সাইফ উদ্দিন এখন ফিট আছেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল প্রাইম ব্যাংকের বিপক্ষে মাঠে নামতে সমস্যা হওয়ার কথা নয় তাঁর।