২ রানেই ব্রাদার্সকে হারাল বিকেএসপির ছোটরা
বিকেএসপি ৫০ ওভারে ২৬৭/৯
ব্রাদার্স ৫০ ওভারে ২৬৫/৯
ফলঃ বিকেএসপি ২ রানে জয়ী
শেষ ওভারে জয়ের জন্য দরকার ১২ রান, প্রথম পাঁচ বলে এলো ৯ রান। শেষ বলে জয়ের জন্য দরকার ৩, টাইয়ের জন্য ২ রান। শরিফুল্লাহ আগের বলেই মেরেছেন চার, শেষে এসে ম্যাচ জিতিয়েছেন আগেও। কিন্তু এবার আর পারলেন না, রান আউটই হয়ে গেলেন। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ২ রানের রোমাঞ্চকর জয় পেল বিকেএসপি, প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। আর সমান ম্যাচে এটি ব্রাদার্সের তৃতীয় হার।
প্রথমে ব্যাট করতে নেমে বিকেএসপির শুরুটা ভালো হয়নি মোটেই, ১৪ রানের মধ্যে হারিয়ে ফেলে দুই ওপেনারকে। ২৫ রানের মধ্যে নেই ৩ উইকেট। এরপর আমিনুল ইসলাম ও শামীম হোসেন ৬৬ রানের জুটি গড়ে একটু সামাল দেন। কিন্তু তার পরেই ২৩ রানে ফিরে যান আমিনুল, ৭১ রান করে শামীমকে আউট করেছেন নাঈম ইসলাম। ১২৪ রানের মধ্যে নেই ৫ উইকেট। এরপর পাল্টা আক্রমণের শুরু আকবর আলী ও পারভেজ হোসেন ইমনের। দুজন মিলে ৯০ রাম যোগ করলেন ঠিক ১২.৫ ওভারে।
আকবর ৬০ বলে ৫৬ রান করে আউট হয়ে গেলেও ইমন ছিলেন শেষ পর্যন্ত। ৫৪ বলে ৬৯ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে আউট হয়ে গেছেন, তিনটি চারের সঙ্গে ছিল পাঁচটি ছয়। শেষ ১০ ওভারে ৯৯ রান তুলেছে বিকেএসপি, শেষ পর্যন্ত থেমেছে ২৬৭ রানে।
এই রান তাড়া করে ২৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছিল ব্রাদার্স। এরপর ৯৭ রানের জুটি গড়েছেন জুনাইদ সিদ্দিকী ও চেরাগ জানি। জুনাইদ ৫২ রানে আউট হয়ে গেলেও চেরাগের সঙ্গে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ইয়াসির। শেষ ৮ ওভারে ৬৫ রানও যখন দরকার, আশাটা বেঁচে ছিল ব্রাদার্সের। কিন্তু ৪৮তম ওভারের শেষ বলে চেরাগ ৯৬ রানে আউট হয়ে যান। এরপরও ৩ ওভারে দরকার ছিল ২২ রানের, কিন্তু শরিফুল্লাহ শেষ পর্যন্ত পারেননি একা। জয় থেকে ২ রান দূরত্বেই তাই থেমে গেছে ব্রাদার্সের ইনিংস।