• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    সাইফের টানা দুইয়ে দোলেশ্বরের জয়

    সাইফের টানা দুইয়ে দোলেশ্বরের জয়    

    আগের ম্যাচেই তাঁর সেঞ্চুরিতে জিতেছিল দল। আজ আবারও তিন অঙ্ক ছুঁয়েছেন অনূর্ধ্ব ১৯ দলের সাবেক অধিনায়ক সাইফ হাসান। এবার খেলে ফেললেন ক্যারিয়ার সেরা ইনিংসই, আর তাতেই খেলাঘরের ২৫৮ রানের লক্ষ্যটা সহজেই টপকে গেল প্রাইম দোলেশ্বর।

    খেলাঘরকে মূলত ২৫৭ রানের ভিত এনে দিয়েছেন সাদিকুর রহমান ও মাহিদুল ইসলাম অংকন। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেছেন ১০১ রান, ২৪ ওভারের আগেই ১২৬ রানে পৌঁছে গিয়েছিল খেলাঘর। সাদিকুর ৫৮ রানে আউট হলে ভাঙে সেই জুটি, এরপর অশোক মানেরিয়ার সঙ্গে ৪৫ রানের আরেকটি জুটি গড়েছেন অংকন। কিন্তু ৮৬ রানে অংকনের আউটের পরেই ধস নামে খেলাঘরের ইনিংসে। ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা, শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে করতে পারে ২৫৭ রান। ফরহাদ রেজা আরও একবার সফলতম, ৫২ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট।

    এই রান তাড়া করতে নেমে ৩৩ রানে সৈকত আলীকে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। এরপর মাহমুদুল হাসান লিমনের সঙ্গে ৬১ রানের জুটিতে হাল ধরেছেন সাইফ। শুরুতে একটু স্লথই ছিলেন সাইফ, ফিফটির জন্য খেলেছিলেন ৬৮ বল। মার্শাল আইয়ুবের সঙ্গে জুটিটা এর মধ্যে জমে গেছে বেশ, দউঠে গেছে ৭৮ রান। ৪০ রান করে মার্শাল আউট হলেও সাইফ পাকিস্তানের সাদ নাসিমকে নিয়ে পৌঁছে গেছেন জয়ে। ১১৭ বলে পেয়েছেন লিস্ট এ ক্যারিয়ারে নিজের চতুর্থ সেঞ্চুরি, শেষ পর্যন্ত ১৩৪ বলে ১৩২ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে আবাহনী, প্রাইম ব্যাংক ও রুপগঞ্জকে ছুঁয়ে ফেলেছে দোলেশ্বর, শুধু রান রেটেই সবার ওপরে আছে আবাহনী।

     

     

    দিনের আরেক ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে শাইনপুকুর।  শুরুতে ব্যাট করতে নেমে ১৪৫ রানে অলআউট হয়েছে স্পোর্টিং।  মাত্র ২৫.১ ওভারেই সেই রান টপকে গেছে শাইনপুকুর। ৯৯ রানে আউট হয়ে গেছেন ওপেনার সাব্বির হোসেন, একটুর জন্য পাননি সেঞ্চুরি।