• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    নুরুল-গুনারত্নের কাছে ম্লান শামসুর-মেহেদি

    নুরুল-গুনারত্নের কাছে ম্লান শামসুর-মেহেদি    

    শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৭৭/৬, ৫০  ওভার 
    গাজী গ্রুপ ক্রিকেটার্স ২৩৪, ৪৭ ওভার 
    শেখ জামাল ৪৩ রানে জয়ী 


    নুরুল হাসান ৮১*। আসেলা গুনারত্নে ৭৯। শামসুর রহমান ৮১। মেহেদি হাসান ৬০। কাছাকাছি স্কোর। তবে শেষ পর্যন্ত শেষ হাসি নুরুল-গুনারত্নেদেরই। শেখ জামালের দেওয়া ২৭৮ রানের লক্ষ্যে ২৩৪ রানেই থমকে গেছে গাজী গ্রুপ। শেখ জামালের খালেদ আহমেদ ও সালাউদ্দিন শাকিল নিয়েছেন ৩টি করে উইকেট, ২টি নিয়েছেন গুনারত্নে। 

    ফতুল্লায় টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল শেখ জামাল। তাদেরকে টেনেছে তিনটি জুটি- ২য়, ৪র্থ ও ৫ম উইকেটে উঠেছিল যথাক্রমে ৫৫, ৫২ ও ১২১ রানের জুটি। ওপেনিংয়ে ফারদিন হাসান করেছিলেন ৪৬, এরপর পাঁচ ও ছয়ে নামা গুনারত্নের ইনিংসে এগিয়েছে শেখ জামাল। নুরুল খেলেছেন সমানসংখ্যক ৮১ বল, আর গুনারত্নে ব্যাটিং করেছেন ১২১.৫৩ স্ট্রাইক রেটে। গাজীর সেরা বোলার ছিলেন পারভেজ রসুল, ৯ ওভারে ৩৭ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট। 

    ২৭৮ রানের লক্ষ্যে শুরুতেই পথ হারিয়েছিল গাজী, ৪৭ রানেই তারা হারিয়েছে ৫ উইকেট। শামসুর রহমানের সঙ্গে তৌহিদ তারেকের ৬ষ্ঠ উইকেটে ৫৭ ও ৭ম উইকেটে ১০৪ রানের জুটিতে লড়াইয়ের চেষ্টা করেছিল গাজী। শামসুর শেষ পর্যন্ত গুনারত্নের বলে বোল্ড হওয়ার আগে করেছেন ৮৬ বলে ৮১ রান, মেহেদি ৬০ রান করেছিলেন ৬৬ বলে। 

     

     

    শেষ উইকেটে কামরুল ইসলাম রাব্বি ও মেহেদি হাসান রানা ৩১ রান তুলেছিলেন, সেখানে রানার অবদান ছিল ০। শাকিলের তৃতীয় শিকার রানা, রাব্বি তখন অপরাজিত ছিলেন ১৩ বলে ১৯ রানে। ৬ ম্যাচে এটি তৃতীয় জয় শেখ জামালের, আর গাজী ৬ ম্যাচে জিতেছে ২টি।