• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    'প্রিমিয়ার লিগ খেলে ইংল্যান্ডের প্রস্তুতি হবে, ভাবা ভুল'

    'প্রিমিয়ার লিগ খেলে ইংল্যান্ডের প্রস্তুতি হবে, ভাবা ভুল'    

    মাশরাফি বিন মুর্তজা কাল বলেছিলেন, ঢাকা লিগ নিয়ে খুব বেশি চিন্তিত নন। এবার আবাহনীর অনুশীলনের মোহাম্মদ মিঠুনও বললেন, প্রিমিয়ার লিগ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হবে সেই ভাবনাটা ভুল।

    ঢাকা প্রিমিয়ার লিগে এবার শুরু থেকে খেলেনি জাতীয় দলের কেউ। এর মধ্যে অনেকেই অবশ্য খেলা শুরু করেছেন, মিঠুনও এর মধ্যে আবাহনীর হয়ে দুই ম্যাচে মাঠেও নেমেছেন। রান পাননি যদিও। তবে মিঠুন মনে করিয়ে দিলেন, প্রিমিয়ার লিগ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হবে না কোনোভাবেই, ‘আপাতত ঢাকা লিগেই মনোযোগ। আলাদভাবে প্রস্তুতি এখনো শুরু করি নাই। তবে করবো। প্রিমিয়ার লিগ খেলে আমি যদি চিন্তা করি যে ইংল্যান্ডের প্রস্তুতি হয়ে যাচ্ছে, সেটা ভুল। কারণ ওখানকার কন্ডিশন পুরো আলাদা। প্রিমিয়ার লিগ খেলার পাশাপাশি ওই কন্ডিশন মাথায় রেখে প্রস্তুতিটা জরুরি।’

    মের শুরুতেই আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল। সেখানে গিয়েই আসল প্রস্তুতি শুরু হবে বলে মনে করছেন মিঠুন, ‘ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের কন্ডিশন, আমরা যতোটুকু জানি, প্রায় একই। আয়ারল্যান্ডের ম্যাচগুলো খুব ভালো কাজে দিবে। আমাদের প্রস্তুতির জন্য। ওখানে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে। ওরা ভালো দল। নিজেদের কন্ডিশনে আয়ারল্যান্ডও কঠিন দল। সব মিলিয়ে সেখানে ভালো প্রস্তুতি হবে। ’

    নিউজিল্যান্ডে প্রথম দুই ওয়ানডেতে ফিফটি পেয়েছিলেন, যদিও টেস্টে সেই ফর্ম ধরে রাখতে পারেননি। তবে ইনিংস বড় করতে না পারায় একটু আক্ষেপ আছে মিঠুনের, ‘ওইখানে ভালো খেলা আমার দায়িত্ব ছিলো। পুরোপুরি পালন করতে পারি নাই। দুইটা ইনিংসই আরো বড় করা যেতো। ওই ইনিংস আমার মধ্যে কোনো পরিবর্তন এনেছে কি না জানি না। প্রতিটি ম্যাচেই আসলে আমি চেষ্টা করি। কোনো ব্যাটসম্যানই ডাবল ফিগারে থাকতে চায় না, সবাই চায় থ্রি ফিগার। একটা ইনিংস ৫০-এ শেষ হয়ে গেলে যথেষ্ট নয়। তিন ডিজিটে নিয়ে যেতে পারলে দলের লাভ, আমারও লাভ। কিন্তু সব সময় হয় না। কিন্তু সামনে চেষ্টা করবো।’

     

     

    সেজন্য গুরুত্ব দিতে চান ফিটনেসের ওপর, ‘ফিট না থাকলে কিছুই করা যাবে না। ফিট না হলে মাঠেই নামতে পারবেন না। একজন খেলোয়াড়রের কাছে এটাই বেশি গুরুত্বপূর্ণ। ফিট থাকলে যে কোনো সময় ফর্মে ব্যাক করা যায়। সবাই পেশাদার। যার যার কাজ সে সে ভালো বোঝে। আমি ফিটনেস খুব গুরুত্ব দেই পার্সোনালি।’