৪০০ উইকেটের চূড়ায় রাজ্জাক
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে প্রথম ২০০ উইকেট নিয়েছেন তিনি, প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৫০০ উইকেট নেওয়ার একমাত্র কীর্তিও তাঁর। এবার আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেলললেন আবদুর রাজ্জাক, লিস্ট এ তে প্রথম বোলার হিসেবে বাংলাদেশের হয়ে ৪০০ উইকেট নিয়েছেন তিনি।
প্রাইম ব্যাংকের হয়ে আগের ম্যাচেই পেয়েছিলেন ৩ উইকেট। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৮ ওভারে ২৪০ রান লক্ষ্য ছিল উত্তরা স্পোর্টিং ক্লাবের। প্রাইম ব্যাংক অবশ্য শুরুতে করেছিল ২৩০ রান, তাতে বড় অবদান আল আমিনের ৪৭ বলে ৬০ রানের ইনিংসের। শেষ দিকে নেমে ঝড় তুলেছেন নাজমুল হোসেন মিলনও, ১৮ বলে করেছেন ২৫ রান। উত্তরার আনিসুল ইসলাম ইমন ২৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
ডাকওয়ার্থ লুইস মেথডে এই লক্ষ্যটা বেড়ে দাঁড়িয়েছিল ২৩৮ রানে। উত্তরার শুরুটা অবশ্য খারাপ হয়নি, দুই ওপেনার আনিসুল ও তামজিদ হাসান ১০ ওভারের মধ্যে তুলে ফেলেছিলেন ৬৪ রান। তানজিদ ৩৫ রানে আউট হয়ে যান, এরপরেই নিয়মিত উইকেট হারাতে শুরু করে উত্তরা। আবরার, মিনহাজুল ও শাকিরকে ফিরিয়ে মিডল অর্ডারটা একাই গুড়িয়ে দিয়েছেন রাজ্জাক। তার আগে ফিরিয়েছেন ওপেনার আনিসুলকে। ৮ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি, উত্তরা ৩৮ ওভার শেষে করতে পেরেছে ৮ উইকেটে ১৮২ রান।
আর সেই সঙ্গে লিস্ট এ তে ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছানো একমাত্র বাংলাদেশিও হয়ে গেলেন তিনি। ৪০৩টি উইকেট হলো রাজ্জাকের, ছাড়িয়ে গেলেন কার্টলি অ্যামব্রোসকে। লিস্ট এ তে এর চেয়ে বেশি উইকেট আছে অনেকেরই, ৮৮১ উইকেট নিয়ে সবার ওপরে ওয়াসিম আকরাম। ৩৯১ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ মাশরাফি বিন মুর্তজার।