তাইবুর-সৈকতে বিকেএসপি বাধা টপকালো দোলেশ্বর
বিকেএসপি ১৬০ অল-আউট, ৪৪.৪ ওভার
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ১৬৫/৭, ৪৫ ওভার
দোলেশ্বর ৩ উইকেটে জয়ী
সৈকত আলির অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে তাইবুর রহমানের ফিফটিতে লো-স্কোরিং ম্যাচে বিকেএসপি বাধা টপকে গেছে প্রাইম দোলেশ্বর। ফতুল্লায় বিকেএসপির দেওয়া ১৬১ রানের লক্ষ্য পেরুতে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল দোলেশ্বর, তাইবুরের ইনিংসই আগলে রেখেছিল তাদের।
১৬১ রানের লক্ষ্যে দোলেশ্বরের শুরুর চার ব্যাটসম্যানই ফিরেছিলেন এক অঙ্কে। এরপরই সৈকত-তাইবুরের জুটি। ৭৮ বলে ৪৩ রান করে থেমেছেন সৈকত, তবে তাইবুর শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। সৈকতের পর সাদ নাসিম ও ফরহাদ রেজাকেও হারিয়েছিল দোলেশ্বর, তবে তাইবুর দমেননি। ৬ষ্ঠ ও ৭ম উইকেটে দুইটি ২৫ রানের জুটিতে জয়ের কাছে গেছে দোলেশ্বর, তাইবুর করেছেন ১০৫ বলে ৬ চার ও ১ ছয়ে ৬১ রান। ম্যাচসেরাও হয়েছেন তিনি। বিকেএসপির সেরা বোলার ছিলেন তানজিম হাসান সাকিব, ৩৫ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিকেএসপি উইকেট হারিয়েছিল নিয়মিত বিরতিতে। শুরুর পাঁচ ব্যাটসম্যানই ছুঁয়েছেন দুই অঙ্ক, তবে তারা আটকে গেছেন ১৮ থেকে ৩০ রানের মধ্যেই। সর্বোচ্চ ৩০ রান ছিল প্রান্তিক নওরোজ মঙ্গলের। ১১ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ১৬০ রানেই আটোকে গেছে তারা, ইনিংসে ৩২ বল বাকি থাকতেই। আরাফাত সানি, সৈকত ও এনামুল হক জুনিয়র নিয়েছেন ২টি করে উইকেট।
এ জয় দিয়ে ৬ ম্যাচে ৫ ম্যাচ জিতল দোলেশ্বর, শেষ ৩টি ম্যাচ তারা জিতেছে টানা। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন আবাহনী ও প্রাইম ব্যাংকের পরই। আর বিকেএসপি ৬ ম্যাচে দুই জয় নিয়ে উত্তরা ও খেলাঘরের ওপরে।