• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    বিশ্বকাপ নিয়ে সৌম্যর 'পরিকল্পনা'

    বিশ্বকাপ নিয়ে সৌম্যর 'পরিকল্পনা'    

    ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ‘ট্রমা’ কাটাতে দেশে ফিরে মাঠে নামতে খুব বেশি অপেক্ষা করেননি সৌম্য সরকার। আবাহনীর হয়ে এখন পর্যন্ত খেলেছেন তিনটি ম্যাচ, ব্যাটিংয়ে করেছেন ৩৩, ৩৬ ও ৪৩ রান। তিন ম্যাচেই শুরু করেছিলেন ভাল, তবে থমকে গেছেন মাঝপথে। তবে জাতীয় দলের ওপেনার বলছেন, যে পরিকল্পনাতে এগুচ্ছেন, থাকতে চান সেটিতেই। ‘নিজের দিন’ ছিল না বলে ভাল বলে আউট হয়ে গেছেন এসব ম্যাচে। 

    ২০১৫ বিশ্বকাপের আড়াই মাস আগে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল সৌম্যর, এরপর দলের ভেতর-বাহিরে বেশ কয়েকবার যাতায়াত করেছেন। চার বছর পর আরেকটি বিশ্বকাপে সুযোগ পেলে সৌম্য এবার একটু চাপেই থাকবেন, “আসলে আগেরটাতে পুরোই নতুন ছিলাম। আর এবার যদি সুযোগ পাই, তাহলে এবার পরিকল্পনা একটু ভিন্ন থাকবে। ওই সময় যেভাবে জুনিয়র ক্রিকেটার হিসেবে ‘ফ্রি মাইন্ডে’ খেলেছি এখন হয়তো অতটা ফ্রি থাকবো না, একটু চাপ তো থাকবে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে যতটুকু অভিজ্ঞতা হয়েছে ওখানে গিয়ে সেটা কাজে লাগানোর চেষ্টা করবো। আগে যে বিশ্বকাপ খেলেছি, বা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছি- ওখানে যে সাহস নিয়ে খেলেছি সেটা ধরে রাখার চেষ্টা থাকবে।’

    আপাতত কাজ করছেন নির্দিষ্ট পরিকল্পনা ধরে, “একেকজনের কাছে তো একেক রকম পরিকল্পনা। তো আমার কাছে মনে হয় যে আমরা যেমন ক্রিকেট খেলছি তার মধ্যে অনেক ঘাটতি পারে, বাড়তি হিসেবে। আমি মনে করি যে আমার জন্য ম্যাচের প্রস্তুতিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর উইকেটের মধ্যে পরিকল্পনাটা অনেক বেশি থাকতে হবে।

    “সাধারণত আমি যে এমন ৩০ বা ৪০ করার পর আউট হয়ে যাচ্ছি, ওই জায়গাটা থেকে কিভাবে বের হওয়া যায়, বাইরে থেকে চিন্তা না করে আমি যদি ঐ জায়গায় একটু অন্যরকমভাবে পরিকল্পনা করি যে, ‘না আউট হয়ে যাচ্ছি’ (তখন ভিন্ন কিছু হবে)। প্রথম কয়েকটি ম্যাচে একই ভাবে খেলেছি এবং আউট হয়েছি।

     

     

    “তাই পরিকল্পনাটি বদলে সেখান থেকে সহজে কিভাবে বের হওয়া যায় তেমন পরিকল্পনা করছি। আর উইকেটের মধ্যে থেকে কতটা শিখতে পারছি সেটাও গুরুত্বপূর্ণ। হয়তো বা হচ্ছে না, তবে এর মধ্যেও অনেক কিছু শেখার ছিলো আমার। গত তিন ম্যাচেও আপনি দেখবেন যে আমি ৩৩, ৩৬, ৪৬ করে আউট হয়ে গেছি। এর মধ্যে যে পরিকল্পনা ছিল, সেটি আমার জন্য ভালো এবং আমিও খুশি যে আমার পথটা ঠিক ছিলো। তবে আমি আউট হয়েছি ভালো বলগুলোতে। দিনটি আমার ছিলো না আসলে।

    “আমার যে পথটা ছিল আমার কাছে মনে হয়েছে যে সেটি যদি ধরে রাখতে পারি তাহলে সেখান থেকে ফিরে আসা যাবে।” 

     

     

    বিশ্বকাপের আগে বাংলাদেশের আন্তর্জাতিক সূচিতে আছে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ, যেটি শুরু হবে ৫ মে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ জুনের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ।