শেখ জামালের টানা তিনে উজ্জ্বল 'অলরাউন্ডার' তাইজুল
খেলাঘর সমাজকল্যাণ সমিতি ১৮৩/৯, ৫০ ওভার
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৮৫/৫, ৪২ ওভার
শেখ জামাল ৫ উইকেটে জয়ী
তাইজুল ইসলাম ও খালেদ আহমেদের দারুণ বোলিংয়ের পর ব্যাটসম্যানদের সমন্বিত পারফরম্যান্সে খেলাঘরকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে শেখ জামাল। ফতুল্লায় ৫০ ওভার ব্যাটিং করেও ১৮৩ রানে আটকে গিয়েছিল খেলাঘর, শেখ জামাল সেটি পেরিয়ে গেছে ৮ ওভার ও ৫ উইকেট বাকি রেখেই। বোলিংয়ের পর ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ ১৫ রানে ম্যাচসেরা হয়েছেন তাইজুল।
ফতুল্লায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে বেশ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে খেলাঘর। সর্বোচ্চ ৬৬ রানের জুটি এসেছে ৬ষ্ঠ উইকেটে, ৭৩ রানে ৫ উইকেট হারানোর পর মইনুল ইসলাম ও রাফসান আল মাহমুদ করেছিলেন সে রান। মইনুল করেছেন ৭০ বলে ৫৫ রান, আর শুরুতে ওপেনার অমিত মজুমদার ৪০ রান করেছিলেন ৭৪ বলে।
রাফসানের উইকেটের পর ৭ম উইকেটে মাসুম খানকে নিয়ে ২৪ রান যোগ করার পর মইনুল আউট হয়েছেন খালেদ আহমেদের বলে। রাফসান ও মইনুলের পর রবিউল হকের উইকেট নিয়েছেন খালেদ, খরচ করেছেন ৪৩ রান। আর অমিতের পর মাহিদুল ইসলাম অঙ্কন ও অশোক মেনারিয়ার উইকেট তাইজুল নিয়েছেন ৩৯ রানে। দারুণ কিপটে বোলিং করেছেন নাসির হোসেন ও এনামুল হকও। দুজন মিলে ২০ ওভারে দিয়েছেন মাত্র ৪৫ রান, নিয়েছেন ১টি করে উইকেট।
শেখ জামালের রানতাড়ায় ইমতিয়াজ হোসেন ও ফারদিন হাসানের ওপেনিং জুটিতে উঠেছিল ৫০ রান। ফারদিন ২৫ রানে ফিরেছেন, এরপর তানভীর হায়দারকে নিয়ে ৩৮ রান যোগ করেছেন ইমতিয়াজ। নাসিরের সঙ্গে ইমতিয়াজের জুটি ২৯ রানের, এরপর ৩১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়েছিল তারা, ইমতিয়াজ ফিরেছিলেন ৪৭ রান করে।
তবে জিয়াউর রহমান ও তাইজুলের ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত হয়েছে শেখ জামালের। খেলাঘরের তানভীর ও রবিউল নিয়েছেন ২টি করে উইকেট, ১টি নিয়েছেন রবিউল ইসলাম রবি।
৭ ম্যাচে ৪ জয় নিয়ে শেখ জামাল পয়েন্ট টেবিলে এখন পাঁচে, আর ১ জয় নিয়ে শুধু উত্তরার ওপরে খেলাঘর।