হেরেই চলছে মোহামেডান
মোহামেডান ১৯৩
উত্তরা স্পোর্টিং ৪০ ওভারে ১৯৪/৩
ফলঃ উত্তরা ৭ উইকেটে জয়ী
প্রথম তিন ম্যাচ জিতে উড়ছিল তারা। কিন্তু পরের চার ম্যাচ হেরে আবার মাটিতে নেমে এসেছে মোহামেডান, আজকেও যেমন হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। উত্তরা স্পোর্টিং ক্লাবের কছে ৭ উইকেটের পরাজয়ে আরেকটু ফিকে হয়েছে সুপার লিগের আশাও।
আজ বিকেএসপিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৭ রানে প্রথম উইকেট হারিয়েছে মোহামেডান, বিদায় নিয়েছেন অভিষেক মিত্র। এরপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে মোহামেডান, ৬৯ রানের মধ্যে ফিরে গেছেন আবদুল মজিদ, ইরফান শুক্কুর ও অধিনায়ক রকিবুল হাসান। এরপর মোহাম্মদ আশরাফুল ও নাদিফ চৌধুরী হাল ধরেছেন কিছুটা, দুজন মিলে পঞ্চম উইকেটে যোগ করেছেন ৬২ রান, ৫৮ বলে ২৮ রান করে আউট হয়েছেন মোহাম্মদ আশরাফুল। শ্রীলঙ্কান অলরাউন্ডার চতুরঙ্গ ডি সিলভা ১ রানে রান আউট হয়ে বিপদটা আরও বাড়িয়েছেন আরও। নাদিফও এরপর ফিরেছেন ৩৯ রানে। ১৫৫ রানে ৮ উইকেট পড়ার পর হাল ধরেছেন শফিউল ইসলাম ও কাজী অনীক, নবম উইকেটে দুজন মিলে যোগ করেছেন ৩৮ রান। অনীক ১৪ রান করার পর শেষ ব্যাটসম্যান হিসেবে শফিউল আউট হয়েছেন ২৯ রান করে। শেষ পর্যন্ত ১৯৩ রানেই থেমেছে মোহামেডান।
তরুণ ওপেনার তানজিদ হাসানের কল্যাণে লক্ষ্যটা সহজেই টপকে গেছে উত্তরা স্পোর্টিং। আনিসুল ইসলাম ইমনের সঙ্গে উদ্বোধনী জুটি ছিল ৮৪ রানের, এরপর জনি তালুকদারও ফিরে গেছেন দ্রুত। তবে তানজিদ এক প্রান্ত ধরে ম্যাচটা শেষ করেই এসেছেন। ৭০ বলে পেয়েছেন ফিফটি, সেঞ্চুরির জন্য খেলতে হয়েছে ১২০ বল। লিস্ট এ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি শেষে ১০১ রানে অপরাজিত ছিলেন, ১০টি চারের সঙ্গে মেরেছেন তিনটি ছয়ও। ৪০ ওভারেই তাই লক্ষ্যে পৌঁছে গেছে উত্তরা স্পোর্টিং।