১২ বছরের রেকর্ড ভেঙেই ফরহাদের 'কালবৈশাখী'
১ মিনিটের ঝড়ে কাল লন্ডভন্ড হয়ে গিয়েছিল ঢাকা। আজও মিরপুরে একটা ঝড় হয়ে গেল কোনো জানান না দিয়ে। তবে সেটা কেবল শেখ জামালের ওপর দিয়। ফরহাদ রেজার সেই ঘন্টাখানেকের ঝড়ে রেকর্ডবুকেও হয়ে গেল তোলপাড়।
রেকর্ডটা ১২ বছর ধরে ছিল নাজমুল হোসেন মিলনের। ২০০৭ সালে ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের একটা ম্যাচে ১৯ বলে করেছিলেন ফিফটি। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন ফরহাদ রেজা, আজ প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ফিফটি করলেন মাত্র ১৮ বলে। লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের কারও দ্রুততম ফিফটি করার রেকর্ড এটাই।
অথচ ক্রিজে নামার প্রথম বলে কোনো রানই নিতে পারেননি ফরহাদ। উইকেট ভেজা থাকায় মিরপুরের ম্যাচটা নেমে এসেছিল ২৬ ওভারে। ফরহাদ যখন নেমেছেন ১৮ ওভার শেষে ২ উইকেটে ১৩৭ রান করেছে দোলেশ্বর। প্রথম দুই বলে কোনো রান নিতে পারলেন না ফরহাদ, তৃতীয় বলে নিলেন ১ রান।
ঝড়টা শুরু হলো খালেদের বলে পর পর চার-ছয়-চার মেরে। এরপর আবার খালেদের ওপর ঝাল ঝেড়েছেন, পর পর তিন বলে চার-ছয় থেকেই নিয়েছেন ১৬ রান। ১৮ বলে ফিফটির রেকর্ড ভাঙতে হলে অবশ্য পর পর দুইটি ছক্কা মারতে হতো। তাইজুলকে দুই বার সীমানাছাড়া করে রেকর্ডটা নিজের করে নিয়েছেন, পরের বলে মেরেছেন আরেকটি ছয়। এর পরের বলেই অবশ্য মারতে গিয়ে আউট হয়েছেন।
দোলেশ্বরও ২৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে করেছে ২৩৯ রান। ফরহাদের আগে তাতে বড় অবদান ৫৪ বলে ৭৫ রান করা ওপেনার ইকরাম উজ জামানের।
লিস্ট এ ক্রিকেটে প্রিমিয়ার লিগে ১৯ বলে ফিফটির অবশ্য আরও একটি রেকর্ড আছে। ২০১৪ সালে সেটি করেছিলেন গাজী গ্রুপের হয়ে কিউই অলরাউন্ডার জ্যাকব ওরাম।