• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    দুই মাস পর বোলিংয়ে ফিরলেন তাসকিন

    দুই মাস পর বোলিংয়ে ফিরলেন তাসকিন    

    দিন পনের আগে রানিং শুরু করেছিলেন অনুশীলনে। তবে বোলিং শুরু করার মতও অবস্থায় ছিলেন না তখন। অবশেষে আজ মিরপুর একাডেমি মাঠে কোকাবুরা বল হাতে নিলেন। বিপিএলে অ্যাঙ্কেলে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর মাস দুয়েকেরও বেশি পর আবার ফিরলেন বোলিংয়ে।

    মিরপুরে আজ যখন আবাহনী-দোলেশ্বরের ম্যাচ চলছে, একাডেমিতে তখন বোলিং অনুশীলনে মগ্ন তাসকিন। গরমে ঘাম ঝরিয়ে ছোট রান আপে বেশ কিছুক্ষণ বল করলেন। সেটা শেষ হওয়ার পর তৃপ্তি নিয়েই বললেন,  ‘মাশআল্লাহ ভাল লাগছে যে, বোলিং সেশন শেষ করতে পারলাম আজকে।  প্রায় সোয়া দুই মাস পরে। ফিজিও শাওন ভাইয়ের (শাওন খাদেম) তত্ত্বাবধানে বর্তমানে আছি আমি..বায়েজিদ ভাই (ফিজিও) দেবাশীষ স্যারও (বাংলাদেশ দলের চিকিৎসক) দেখেছে। শাওন ভাই শুরু থেকেই দেখছে।ন উনি আমার বেশ কিছু ফিটনেস টেস্ট নিয়েছে। সবগুলো ফিটনেস টেস্টে উন্নীত হয়েই বোলিং শুরু করা আজকে। একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যদি ফিটনেস টেস্টগুলোর মধ্য দিয়ে যেতে না হতো তাহলে আরও আগেই বোলিং শুরু করতে পারতাম। ফিটনেস টেস্টে পাশ করেছি এখন বোলিংও শুরু করলাম আজকে।’

    তাসকিন বললেন, আজ শুরুটা করেছেন শর্ট রান আপে। ধীরে ধীরে আগের ছন্দে ফিরে যাওয়ার চেষ্টা করবেন, ‘৩০টা বল করলাম শর্ট রানআপে। আল্লাহ চাইলে সামনে তীব্রতা আরও বাড়তে থাকবে। একদিন পর পর বোলিং করতে হবে। আশা করছি সুপার লিগ থেকে খেলবো। কতটুকু উন্নতি হচ্ছে সেটার ওপর নির্ভর করে কোন ম্যাচ থেকে খেলবো। আল্লাহ যা করবে ভালর জন্য করবে, সেটাই আমার বিশ্বাস।’

     

     

    সুপার লিগে খেলার আশাবাদ জানালেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো দলে নেই তাসকিন। কিছুদিন আগেই বলেছিলেন বিশ্বকাপে খেলার জন্য নিজের সাধ্যমত সবকিছু করতে চান। সেই আশা বাঁচিয়ে রাখতে চাইলে সুপার লিগে যেভাবেই হোক খেলতে চাইবেন।