• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    দুর্ভাগ্য আর ভুল চিকিৎসা পেরিয়েই ছুটছেন জহুরুল

    দুর্ভাগ্য আর ভুল চিকিৎসা পেরিয়েই ছুটছেন জহুরুল    

    ৯১*, ২৫, ১৩০, ৯৬, ০, ১৪, ৪৫, ১২১*।

     এবারের প্রিমিয়ার লিগের আট ইনিংসই আসলে বলে দিচ্ছে জহুরুল ইসলাম অমির জন্য মৌসুমটা কতটা স্বপ্নের মতো যাচ্ছে। জাতীয় দলের একঝাঁক খেলোয়াড় থাকার পরও আবাহনীর সবচেয়ে বড় ভরসা এই মৌসুমে। আজ আরও একবার চওড়া হয়েছে তাঁর ব্যাট। তবে তারপরও এই মৌসুমটা নিজের সেরা বলতে রাজি নন।

    ২০১৭ বিপিএলেও চোখে পড়ার মতো ইনিংস খেলেছিলেন জহুরুল। গত মৌসুমে জাতীয় লিগ ও বিসিএলও কেটেছিল ভালো, দুইটি সেঞ্চুরির সঙ্গে চারটি ফিফটিও করেছেন। তবে খুলনা টাইটানসের হয়ে বিপিএলে ধরে রাখতে পারেননি ফর্ম। সেজন্য জহুরুল দায়ী করলেন দুর্ভাগ্য আর ভুল চিকিৎসাকে, ‘আমি আসলে যখন খুব ভালো সময় যায়, তখনই আমি বেশিরভাগ সময় ইনজুরিতে থাকি। এবারের বিপিএলের সময় কব্জি ভাঙ্গা ছিল। বিসিএল খুব ভালো যাচ্ছিল। বিপিএলের নয়দিন আগে আমার কব্জি ভাঙ্গে। তারপর ভুল চিকিৎসার কারণে আমি চার ম্যাচ খেলি। পরে আবার দেখা যায় যে হাতে ফ্র্যাকচার ছিল। পরে আমি প্লাস্টার করি। লীগের নয়দিন আগে প্লাস্টার খুলি।’

    তারপরও লিগে এতোটা ভালো করবেন সেটা কি ভেবেছিলেন? জহুরুল এসব নিয়ে ভাবেনইনি, ‘আমি আসলে এত কিছু চিন্তা করিনি এবার লীগে ভালো পারফর্ম করব। আমি আসলে বেসিকটা নিয়ে ব্যস্ত ছিলাম। টেম্পারমেন্ট হারনো যাবে না। আমার লিমিটেড শট আছে হাতে। কারণ আমার হাতের অবস্থা ভালো ছিল না। ধীরে ধীরে আমার শট গুলো এসেছে। তারপর হাতের অবস্থা ভালো হয়েছে।’

     

     

    ছয় বছর ধরে জাতীয় দলের বাইরে। না চাইতেও এখন ‘বুড়োদের’ কাতারে ফেলে দেওয়া হচ্ছে। জহুরুল জাতীয় দলের আশা ছেড়ে দিচ্ছেন না। তবে বিশ্বকাপে আপাতত মেনে নিচ্ছেন বাস্তবতা, ‘আর জাতীয় দলে খেলার স্বপ্ন যতদিন ক্রিকেট খেলব ততদিনই দেখব। আর আমার জায়গায়, টপ অর্ডারে যারা খেলছে বাংলাদেশের হয়ে, আমার মনে হয় ওরাই এই মুহূর্তে বাংলাদেশের সেরা প্লেয়ার। কারণ স্কিলের দিক থেকে ওরা অনেক ভালো প্লেয়ার, ভালো করছে। ওরা আমার মনে হয় ইংল্যান্ডের কন্ডিশন, এত বড় টুর্নামেন্ট। সব মিলিয়ে দল নির্বাচন করছে। আমি আশা করব ওরা জায়গা মতন পারফর্ম করে দেশকে জেতাবে।’

    সবকিছু মিলে কি এটাই ক্যারিয়ারের সেরা সময়? জহুরুল বলছেন, এই পর্যায়ে অভিজ্ঞতাই এগিয়ে রাখছে তাঁকে, ‘এটা আসলে বলা যাবে না সেরা সময়। অনেক দিন ক্রিকেট খেলছি, আমার ওপর ক্লাবেরও একটা আশা আছে। অভিজ্ঞ ক্রিকেটার, অভিজ্ঞ প্লেয়াররাই আসলে ম্যাচ উইনার হয়। এতদিন ক্রিকেট খেলছি। স্বাভাবিক মনে হয়, যদি ফর্মে থাকি তাহলে আমাকেই রান করতে হবে। একটা টুর্নামেন্টে সবাই রান করে না, যারা রানে থাকে তাদেরই দায়িত্ব নিতে হয়। কিছু প্লেয়ারের খারাপ সময় যায়ই একটা টুর্নামেন্টে। আমরা যদি রানে আছি তাঁরা যদি রান করি, তাহলে ওদেরও ফিরতে সুবিধা হবে।’