• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    মাঠ ছেড়েই বেরিয়ে গেলেন মিরাজ

    মাঠ ছেড়েই বেরিয়ে গেলেন মিরাজ    

    রূপগঞ্জ আর আবাহনীর ম্যাচের ২৬তম ওভার চলছে তখন। আবাহনীর হার তখন সময়ের ব্যাপার, বল করছিলেন মোসাদ্দেক হোসেন। তাঁর বলে বেশ জোরেই ড্রাইভ করেছিলেন শাহরিয়ার নাফীস। কাভারে দাঁড়িয়ে থাকা মেহেদী হাসান মিরাজ সেটি ধরতে গিয়েই কাতরে পড়ে যান মাটিতে। বেশ কিছুক্ষণ মাঠে পড়ে ছিলেন, পরে আবাহনীর ফিজিও এসে নিয়ে গেছেন বাইরে। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় মিরাজের যন্ত্রণাক্লিষ্ট মুখ বলছিল, বেশ ভালোই ব্যথা পেয়েছেন।

     

    পরে অবশ্য জানা গেছে, ডান হাতের বুড়ো আঙুলের চোট বড় কিছু নয়। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন, ফ্র্যাকচার বা এমন কিছু হয়নি মিরাজের। আপাতত এক দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে, এরপরেই জানা যাবে অবস্থা। বাংলাদেশ আশা করবে, বিশ্বকাপের আগে বড় কোনো দুঃসংবাদ যেন পেতে না হয়।