• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    যা করার কাল থেকেই করতে হবে, জানেন তাসকিন

    যা করার কাল থেকেই করতে হবে, জানেন তাসকিন    

    বিশ্বকাপের দল ঘোষণার খুব বেশি দিন নেই। বাংলাদেশ দলের বেশির ভাগ জায়গা মোটামুটি নিশ্চিত। ১৫ জনের দলে যে কটি জায়গা নিয়ে এখনও সংশয় , তার মধ্যে একটি পঞ্চম পেসার। সেই দৌড়ে তাসকিন আহমেদ মাস দুয়েক আগেও এগিয়ে ছিলেন অনেকটা। কিন্তু বিপিএলের চোট নিউজিল্যাণ্ড সিরিজ তো বটেই, দুই মাসের জন্যই তাসকিনকে বসিয়ে রেখেছে মাঠের বাইরে। অবশেষে কাল লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে আবারও মাঠে নামছেন তাসকিন। এই সুযোগ হাতছাড়া করলে যে স্বপ্নভঙ্গ হতে পারে, তাসকিন নিজেও তা ভালোভাবেই জানেন।

    সময় আসলেই খুব কম। সুপার লিগের আগে কাল একটিই ম্যাচ খেলবে রূপগঞ্জ, এরপর চূড়ান্ত দল ঘোষণার আগে হয়তো আর দুই-তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। সেটা যে একটা চাপ, আজ মিরপুর একাডেমিতে স্বীকার করলেন তাসকিন, ‘চাপ তো সবসময় অনুভব করি। ভালো না করলেই সুযোগ পাব না। ফিট না থাকলে সুযোগ পাব না। তবে এটা একটু বেশি চাপের, কারণ বিশ্বকাপ তো আমার স্বপ্নের। কারণ এটা বড় আসর। এখানে ফিট না হলে সুযোগ পাব না।’

    গত সপ্তাহেই বোলিং শুরু করেছিলেন। আজ ফুল রান আপে বল করেছেন। তবে চোট কতটা প্রভাব ফেলেছে, সেটা মাঠে না নামলে বলা কঠিনই। তাসকিন অবশ্য আশাবাদী, ‘এর আগে আমি ফুল রান আপে তিনটা সেশন শেষ করেছি। কোন সমস্যা হয়নি। যদিও একটু...মানে... আড়াই মাস পর খেলতে নামব। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমি ভালো অবস্থায় আছি।’

    প্রিমিয়ার লিগের শুরুতে কেউ দলে নেয়নি তাঁকে। রূপগঞ্জ তাঁকে দলে নেওয়ায় আলাদা করে ধন্যবাদও দিলেন তাদের, ‘আমি রূপগঞ্জকে কমফার্ম করার আগে আরও কয়েকটা টিমকে ফোন করেছিলাম। সবাই সুপার লীগ থেকে খেলাতে চাইছিল। তো আমি খুশি যে রূপগঞ্জ আমাকে এই সাপোর্টটা দিয়েছে। কারণ কাল থেকে খেলাতে রাজি হয়েছে। কারণ আমি ইনজুরি থেকে আসছি। অনেক দল চিন্তিত ছিল যে, আমি ইনজুরি থেকে এসেছি, এখনই খেলাবে কিনা, কয়েকটা দিন দলের সাথে থাকার পর প্র্যাকটিস করায়ে খেলাবে। রূপগঞ্জকে এই জন্য থ্যাংকস সে ওরা কাল থেকে খেলাতে রাজি হয়েছে।’

     

     

    সবকিছুর ওপরে তাসকিনের চোখে এখনও লেগে রয়েছে বিশ্বকাপের স্বপ্ন, ‘এটাই আমার স্বপ্ন, এটার জন্যই এত কষ্ট করছি। শুকরিয়া আল্লাহর কাছে, খেলার পারমিশন পেয়েছি। আল্লাহ চাইলে আগামীকাল থেকে খেলতে নামব। সবার কাছে দোয়া চাচ্ছি, যাতে আমি সুস্থ থাকি, ভালো করতে পারি।’

    চেষ্টার সঙ্গে ভাগ্যের ছোঁয়াও যে তাসকিনের যে এখন খুব দরকার!