রুবেলকে নিয়ে ঝুঁকি নিতে চায় না আবাহনী
নিউজিল্যান্ড থেকে ওয়ানডে সিরিজ খেলেই ফিরেছেন দেশে। এরপর প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে খেলেছেন, তবে ৫০ ওভারের ম্যাচে ১১ ম্যাচের মধ্যে রুবেল হোসেন খেলেছেন সাতটিতে। কাল থেকে সুপার লিগের ম্যাচ শুরু আবাহনীর। প্রাইম দোলেশ্বরের সঙ্গে সেই ম্যাচেও রুবেল সম্ভবত থাকছেন না। আজ মিরপুরে অনুশীলনে আবাহনী কোচ খালেদ মাহমুদ বললেন, রুবেলকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না তারা।
পেশীর চোটে রুবেল ভুগছিলেন বেশ কিছু দিন থেকে। বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেছিলেন, রুবেলকে নিয়ে দুশ্চিন্তার তেমন কিছু নেই। তবে খালেদ মাহমুদ বলছেন, রুবেল খেলার জন্য এখনো প্রস্তুত নন, ‘সবাই মোটামুটি ফিট শুধু রুবেল বাদে। রুবেল এখনো বোলিং করে নি। আমরাও রুবেলকে কোনো রকম জোর দিচ্ছি না। এত বছর যখন খেলছে, সে নিজের প্রতি সৎ। ও যখনই রেডি হবে তখন খেলবে। সামনে বিশ্বকাপ আছে, সেটাও আমাদের জন্য চিন্তার বিষয়। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এটা ক্লাব ক্রিকেট না, এটা দেশের ব্যাপার। গুরুত্ব বাংলাদেশের দিকেই যাবে। এখন যতটুক পারি বিশ্রাম দিয়ে...যদি সে বল করে ফিট মনে করে, ফিজিও যদি সবুজ সংকেত দেয় তাহলে সে খেলবে। তা না হলে পরের ম্যাচে খেলতে পারবে কিনা আমার সন্দেহ আছে।’
বিসিবি চিকিৎসকের মতে গত কাল শনিবারই তাঁর বোলিং শুরু হওয়ার কথা। তবে এখনই সুজন এখনই তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না, ‘যেহেতু ওর সাইড স্ট্রেইন, ফাস্ট বোলারের সাইড স্ট্রেইন খুবই গুরুত্বপূর্ণ। যখন বল করবেন তখন এই জায়গাটায় চাপ পড়বে বেশি। আমিও চাই না যে ও হালকা ফিট হয়ে খেলুক। যদি রিকভার করে ফুল ফিট হয়ে খেলতে চায়, তাহলে খুবই ভালো। যদি না হয় তাহলে আমরাও জোর করব না খেলার জন্য, আমি চাইবো না। আমি মনে করি রুবেল বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ। ’
প্রিমিয়ার লিগটাও খুব ভালো যাচ্ছে না রুবেলের, সাত ম্যাচে পেয়েছেন সাত উইকেট। পুরোপুরি সুস্থ হয়েই ফিরতে চাইবেন মাঠে।