• পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    ফকনারকে সমকামী ভেবে ভুল করলেন সতীর্থরা!

    ফকনারকে সমকামী ভেবে ভুল করলেন সতীর্থরা!    

    সামান্য একটা ইন্সটাগ্রাম পোস্ট যে এত ঝামেলা তৈরি করতে পারে, এটা জানলে হয়ত তিনি পোস্টটাই করতেন না! অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনারের এক পোস্টের পর তাকে ‘সমকামী’ ধরে নিয়েছিলেন সতীর্থরা! পরে ফকনার ও ক্রিকেট অস্ট্রেলিয়া দুই পক্ষই জানিয়েছে, সবাই ওই পোস্টটা ভুল বুঝেছে। ফকনার পরিষ্কার করেই বলেছেন, তিনি মোটেও সমকামী নন।

    নিজের জন্মদিনে মা ও রব নামের এক ব্যক্তির সাথে রাতের খাবার খাওয়ার মুহূর্তের ছবি ইন্সটাগ্রামে দেন ফকনার। সেখানে লেখা ছিল, ‘ছেলেবন্ধু ও মায়ের সাথে জন্মদিনের ডিনার। একসাথে থাকার পাঁচ বছর।’ তার এই ইন্সটাগ্রাম পোস্টের জবাবে সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট ও গ্লেন ম্যাক্সওয়েল লেখেন, ফকনার সাহসী বলেই এমন পোস্ট দিতে পেরেছেন। তাঁরা দুজন ধরেই নিয়েছিলেন ফকনার আসলে নিজের সমকামীতার কথা প্রকাশ করছেন। ওই পোস্টে অন্যরাও একই মন্তব্য করেছেন, সাধুবাদ জানিয়েছিল অনেক সমকামী সংস্থাও।

     

     

    এমন অবস্থায় ফকনার আরেকটি পোস্টে জানিয়ে দেন, তিনি মোটেও সমকামী নন, ‘রাতের পোস্টটা অনেকেই ভুল বুঝেছেন। আসলে যাকে আমার ছেলেবন্ধু বলেছি সে আমার ব্যবসার পার্টনার। এটারই পাঁচ বছর পূর্তির কথা বলেছিলাম। আমি সমকামী না। তবে সমকামী সম্প্রদায়ের ও তাদের পক্ষেও সমর্থন পেয়েছি অনেক মন্তব্যেই। এটা দারুণ ব্যাপার। ভালোবাসা তো ভালোবাসাই! রব আমার খুব ভালো বন্ধু।’

    তবে ফকনার সমকামী নন, এমন পোস্টের পর অনেকেই চটেছেন। তাঁরা বলছেন, একজন দায়িত্বশীল ক্রিকেটার হিসেবে এরকম পোস্ট দেওয়া তার উচিত হয়নি। শেষ পর্যন্ত ফকনারের সাহায্যে এগিয়ে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাঁরা এক বিবৃতিতে বলেছে, ফকনার কখনোই সমকামীদের হেয় করে কিংবা মজা করে পোস্ট দেননি, ‘ফকনারের ব্যবসার পার্টনারকে তার সঙ্গী হিসেবে ভাবা হয়েছিল। সবাই ভেবেছিল সে সমকামী। তার পোস্ট কখনোই এটা বুঝায়নি। যদিও সমকামী সমাজ ও অন্যদের পাশে থাকাটা ইতিবাচক দিক। তাও ক্রিকেট অস্ট্রেলিয়া এরকম অপ্রীতিকর অবস্থার জন্য ক্ষমা চাইছে।’