• আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ ২০১৯
  • " />

     

    নেট সেশন : উড়ন্ত ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে পারবে বাংলাদেশ?

    নেট সেশন : উড়ন্ত ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে পারবে বাংলাদেশ?    

    ত্রিদেশীয় সিরিজ
    বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

    কবে, কখন
    ৭ মে, ২০১৯
    বাংলাদেশ সময় ১৫৪৫


    ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির আগেও বাংলাদেশ খেলেছিল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, স্বাগতিক ও নিউজিল্যান্ডের সঙ্গে। এবার সামনে বিশ্বকাপ, এবার আরেকটি ত্রিদেশীয় সিরিজ, স্বাগতিক ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের ওপর ওয়ানডেতে আধিপত্য আছে বাংলাদেশের, শেষ দুইটি দ্বিপাক্ষিক সিরিজেই জিতেছে তারা। একটি ওয়েস্ট ইন্ডিজে, আরেকটি দেশের মাটিতে। সে আধিপত্য ধরে রাখতে অবশ্য বেশ কয়েকটি চ্যালেঞ্জ আছে বাংলাদেশের সামনে। 

    ত্রিদেশীয় সিরিজের শুরুটা ওয়েস্ট ইন্ডিজের হয়েছে দুর্দান্ত, জন ক্যাম্পবেল ও শেই হোপের রেকর্ডগড়া ৩৬৫ রানের ওপেনিং জুটির পর তারা তুলেছিল ৩৮১ রান, কদিন আগেই ইংল্যান্ডকে কাঁপিয়ে দেওয়া আয়ারল্যান্ডকে তারা হারিয়েছে এরপর ১৯৬ রানে। বাংলাদেশের চিত্রটা অবশ্য একটু আলাদা, আয়ারল্যান্ড উলভসের সঙ্গে প্রস্তুতি ম্যাচে তারা হেরেছে ৮৮ রানে। অবশ্য সে ম্যাচে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ খেলেননি নিয়মিত একাদশের কয়েকজন ক্রিকেটার। আর ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে, এ সিরিজের অন্তত প্রথমভাগে বিশ্বকাপ স্কোয়াডের বেশ কয়েকজনকে তারা পাচ্ছে না আইপিএলের কারণে। 

    প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের উজ্জ্বল দিক সাকিব আল হাসান, বোলিংয়ে ৩০ রানে ১ উইকেটের পর ব্যাটিংয়ে করেছেন ৫৪ রান। এ ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা তার, চোটের কারণে তিনি মিস করেছিলেন নিউজিল্যান্ড সিরিজ। সব মিলিয়ে এ সিরিজে বাংলাদেশ স্কোয়াডে আছেন ১৯ জন, বিশ্বকাপের ১৫ জনের সঙ্গে এ সিরিজের জন্য দলে ছিলেন ইয়াসির আলি ও নাইম হাসান। পরে যোগ করা হয়েছে তাসকিন আহমেদ ও ফরহাদ রেজাকে। বিশ্বকাপ স্কোয়াড বদলানোর সুযোগ আছে ২৩ মে পর্যন্ত, তবে পারফরম্যান্সের ভিত্তিতেও বদল আনতে চাইলে এই সিরিজ হতে পারে উপযুক্ত মঞ্চ।   

    রঙ্গমঞ্চ
    ক্যাসেল এভিনিউ, ক্লনটার্ফ, ডাবলিন
    আয়ারল্যান্ড যাওয়ার পর থেকেই ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, সে ঠান্ডা মেনেই খেলতে নামবেন তারা। এমনিতে ক্যাসেল এভিনিউয়ের মাঠ বেশি বড় নয়, তবুও আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৩৮১ রানের আগে সর্বোচ্চ স্কোর ছিল ৩২৮ রান। 

    যাদের ওপর চোখ

    সাকিব আল হাসান 
    আইপিএলে বেশিরভাগ সময় বাইরেই কাটিয়েছেন একাদশের, দেশে প্রস্তুতি ক্যাম্পেও যোগ দেননি। অবশ্য প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স বলছে, সাকিব আছেন ছন্দেই। আন্তর্জাতিক মঞ্চে ফেরার দিনে সাকিব কেমন করবেন তিনি? 

     

     

    শেই হোপ
    বাংলাদেশের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতেই সেঞ্চুরি আছে তার, আয়ারল্যান্ডের বিপক্ষেও করেছেন ১৭০ রান। বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবেন এই ওপেনার। 

     

    সম্ভাব্য একাদশ

    সাকিব ফিরছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে না খেলা মোহাম্মদ মিঠুনও ফিরতে পারেন এ ম্যাচ দিয়েই।

    বাংলাদেশ- তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন/মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান 

    ওয়েস্ট ইন্ডিজ- জন ক্যাম্পবেল, শেই হোপ (উইকেটকিপার), ড্যারেন ব্রাভো, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), জোনাথন কার্টার, সুনিল আমব্রিস, রসটন চেজ, অ্যাশলি নার্স, কেমার রোচ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল 

    সংখ্যার খেলা 

    • ৯৮- বাংলাদেশের বিপক্ষে ৬ ইনিংসে হোপের গড় 
    • ২০০৬- নিরপেক্ষ ভেন্যুতে সর্বশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ, ২০০৬ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে জয়পুরে।