• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'অভিজ্ঞ বোলিং লাইনআপই ভারতকে বিশ্বকাপ এনে দেবে'

    'অভিজ্ঞ বোলিং লাইনআপই ভারতকে বিশ্বকাপ এনে দেবে'    

    ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের ব্যাটসম্যান নয়, বোলাররাই হবেন মূল অস্ত্র; কথাটা এর মাঝে বলেছেন অনেকেই। বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পাওয়া অজিংকা রাহানেও বলছেন এমনটাই। রাহানের মতে, ভারতের অভিজ্ঞ বোলিং আক্রমণই বিশ্বকাপ জেতায় মূল ভূমিকা রাখবে।

    মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমাররা সামলাবেন পেস আক্রমণ, সাথে থাকবেন হার্দিক পান্ডিয়াও। স্পিনে আছেন কূলদীপ যাদব, যুজবভেন্দ্র চাহাল ও রবীন্দ্র জাদেজারা। দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় বোলাররাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে, বিশ্বাস রাহানের, ‘আমাদের দলটা সবদিক দিয়েই অনেক শক্তিশালী। সব বোলারই উইকেট নিতে পারেন যেকোনো মুহূর্তে, সাথে ইংল্যান্ডের কন্ডিশনও তাদের সাহায্য করবে। কিছুদিন আগেই তাঁরা সেখানে খেলে এসেছে, সবাই যথেষ্ট অভিজ্ঞও।’

    বিশ্বকাপে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজই ভারতের মূল প্রতিদ্বন্দ্বী হবে, বলছেন রাহানে, ‘কোন দলকে বিশেষভাবে ফেভারিট বলতে চাই না। তবে ইংল্যান্ড খুবই ভালো দল, তাঁরা ঘরের মাঠেও খেলছে। আর ওয়েস্ট ইন্ডিজ চমক দেখাতে পারে। নিজেদের দিনে তাঁরা যেকোনো দলকেই হারানোর ক্ষমতা রাখে।’  

    ১৯৯২ সালের ফরম্যাটে সাজানো হয়েছে এবারের বিশ্বকাপ, সব দলই গ্রুপ পর্বে খেলবে ৯টি ম্যাচ। লম্বা এই টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রাখাটাই হবে কঠিন কাজ, মানছেন রাহানে, ‘শুরুটা ভালো করলেই হবে না, ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আইসিসি টুর্নামেন্টে যেকোনো দলই মোমেন্টাম পেয়ে যেতে পারে, তাই কাউকেই হালকাভাবে নেওয়া যাবে না।' 

     

     

    ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামা ধোনির পরামর্শের প্রয়োজন হবে বিরাট কোহলির, জানালেন রাহানে, ‘কোহলি খুব ভালো অধিনায়ক। মাহি ভাই(ধোনি) অবশ্য অন্যরকম একজন নেতা ছিলেন। সবার মাঝেই আলাদা গুণ আছে। কোহলি সবসময়ই তাঁর পরামর্শ পায়। উইকেটকিপার হিসেবে মাহি ভাই পুরো মাঠের অবস্থানটা সবচেয়ে ভালো বুঝতে পারেন। তিনিই ফিল্ডারদের বলতে পারেন কোথায় দাঁড়ালে ভালো হয়, বোলাররা কোন লাইন লেন্থে বল করলে ভালো হয়।’