• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপে খেলার জন্য ফিট শাদাব

    বিশ্বকাপে খেলার জন্য ফিট শাদাব    

    বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও তার এই টুর্নামেন্টে খেলা নিয়ে ছিল সংশয়। ভাইরাসে আক্রান্ত শাদাব খান নির্ধারিত সময়ের আগে সুস্থ হতে পারবেন কিনা, সেটাই ছিল বড় প্রশ্ন। শেষ পর্যন্ত দূর হয়েছে সব সংশয়, সুস্থ হয়ে পাকিস্তান দলের সাথে যোগ দিচ্ছেন শাদাব। অধিনায়ক সরফরাজ আহমেদ ও কোচ মিকি আর্থারের আশা, বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন তিনি।

    গত মাসের শেষে হেপাটাইটিস বি ধরা পরে শাদাবের। ডাক্তাররা তখন জানিয়েছিলেন, সুস্থ হতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে তাঁর। এতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যান তিনি। পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক জানিয়েছিলেন, ২৩ মে এর আগে যদি পুরোপুরি সুস্থ না হন শাদাব, তাহলে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদও পড়তে পারেন তিনি।

    গত দুই সপ্তাহে অবশ্য দ্রুতই সুস্থ হয়ে উঠছেন শাদাব। সরফরাজ জানিয়েছেন, বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হয়ে দলের সাথে যোগ দেবেন তিনি, ‘শাদাবকে নিয়ে সুসংবাদ এসেছে। সে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবে। তাকে দলে ফিরে পেয়ে আমরা দারুণ খুশি।’

    বিশ্বকাপ খেলতে পারবেন, এই খবরে উচ্ছ্বসিত শাদাবও, ‘আমি বিশ্বকাপের আগে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। রক্ত পরীক্ষায় সবকিছু ঠিকঠাক এসেছে, দ্রুতই আমি খেলায় ফিরবো। আশা করি বিশ্বকাপের শুরু থেকেই মাঠে থাকতে পারব।’

     

     

    শাদাবের মতো গুরুত্বপূর্ণ সদস্যকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মিকি আর্থার, ‘পাকিস্তান দলের জন্য একটা ভালো খবর। সে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদসস। ড্রেসিংরুমে তাঁর উপস্থিতি বাড়তি আত্মবিশ্বাস জোগাবে আমাদের। সে অনেকদিন খেলার বাইরে আছে, তাই পুরোপুরি ছন্দে ফিরতে কিছুটা সময় লাগতে পারে। আশা করি প্রথম ম্যাচ থেকেই আমরা তাকে পাবো।’

    আগামীকাল দলের সাথে যোগ দিতে পাকিস্তান ছাড়বেন শাদাব।