• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'পারফরম্যান্স নয়, নির্বাচকদের স্বেচ্ছাচারিতায় হয় পাকিস্তান স্কোয়াড'

    'পারফরম্যান্স নয়, নির্বাচকদের স্বেচ্ছাচারিতায় হয় পাকিস্তান স্কোয়াড'    

    শেষবার পাকিস্তানের জার্সি গায়ে তাঁকে দেখা গিয়েছিল দুই বছর আগে। অনেকটা অনুমেয়ভাবেই ইংল্যান্ড বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি কামরান আকমলের, দলে নেই ভাই উমর আকমলও। নির্বাচকদের ওপর ক্ষুব্ধ আকমল বলছেন, পারফরম্যান্স নয়, পাকিস্তান দলে সুযোগ পাওয়া যায় নির্বাচকদের পছন্দের তালিকাতে থাকলেই।

    গত পাঁচ-ছয় বছর ধরেই পাকিস্তানের দল নির্বাচনের পদ্ধতিতে ইনজামাম-উল-হকসহ অন্যদের স্বেচ্ছাচারিতা চলে আসছে, জানালেন আকমল, ‘যদি আপনি পাকিস্তানের একাদশে সুযোগ পেতে চান, তাহলে নির্বাচকদের পছন্দের ব্যক্তি হতে হবে। নাহলে ভালো পারফরম্যান্স দিয়েও স্কোয়াডে ডাক পাবে না। এটা গত পাঁচ-ছয় বছর ধরেই চলছে পাকিস্তানে। এমনটা করলে দল কীভাবে ভালো করবে?’

    পাকিস্তানের নির্বাচক ও কোচ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে বলেছিলেন, পিএসএলের পারফরম্যান্সের সুবাদেই সুযোগ পাওয়া যাবে স্কোয়াডে। আকমলের মতে, টি-টোয়েন্টি টুর্নামেন্টের পারফরম্যান্স দিয়ে যদি বিশ্বকাপের মতো টুর্নামেন্টের স্কোয়াড নির্বাচন করা হয়, তাহলে সেটা হিতে বিপরীত হবে, ‘শুধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের হিসাব করে কাউকে নিলে তো অন্য সব ঘরোয়া টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া উচিত পিসিবির। ক্রিকেটাররা বিশ্বকাপে খেলবে মাত্র দুইটা স্পেলে ভালো বোলিং করে কিংবা অল্প সময় ব্যাটিং করেই!’

    এই ইংল্যান্ডের মাটিতেই পাক্সিতান জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বকাপে তাই পাকিস্তানের ভালোকিছু করার আভাস দিচ্ছেন সাবেকরা। আকমল অবশ্য তাদের সাথে মোটেও একমত নন, ‘২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। এরপর তাঁরা কী জিতেছে?’

     

     

    সরফরাজ আহমেদরা কি পারবেন আকমলকে ভুল প্রমাণ করতে?