• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'অভিজ্ঞ স্কোয়াডই চাপের মুহূর্তে অস্ট্রেলিয়ার কাজে দেবে'

    'অভিজ্ঞ স্কোয়াডই চাপের মুহূর্তে অস্ট্রেলিয়ার কাজে দেবে'    

    বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাঁরা। অস্ট্রেলিয়ার এবারের স্কোয়াডের ছয়জন ছিলেন ২০১৫ সালের বিশ্বকাপজয়ী দলে। দলের কোচিং স্টাফদের অনেকেই নিজেদের ক্যারিয়ারে জিতেছেন বিশ্বকাপ। ইংল্যান্ড বিশ্বকাপে অস্ট্রেলিয়ার একমাত্র উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি বলেছেন, দল ও কোচিং স্টাফের এই অভিজ্ঞতা বিশ্বকাপে চাপের মুহূর্তগুলোতে কাজে দেবে।

    অধিনায়ক অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে গতবার জিতেছিলেন বিশ্বকাপ। ইংল্যান্ডে অজিদের সহকারি কোচ হিসেবে থাকবেন রিকি পন্টিং, যিনি অস্ট্রেলিয়ার হয়ে জিতেছেন হ্যাটট্রিক শিরোপা। ফিল্ডিং কোচ ব্র্যাড হ্যাডিনও ২০১৫ সালে অস্ট্রেলিয়ান স্কোয়াডে ছিলেন।

    কোচিং স্টাফ ও ক্রিকেটারদের এমন অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সাফল্যে বড় ভূমিকা রাখবে বলেই বিশ্বাস ক্যারির, ‘আমাদের দলটা বিশ্বকাপের ব্যাপারে অনেক অভিজ্ঞ। হ্যাডিন আগের বিশ্বকাপে খেলেছে, পন্টিং তো অনেকবার জিতেছে এই ট্রফি। স্কোয়াডের বেশ কয়েকজন সদস্য গতবার শিরোপা জিতেছিল। বিশ্বকাপে যখন চাপে পড়বে দল, তখন তাদের এই অভিজ্ঞতাটাই জয়ের পথ দেখাবে অস্ট্রেলিয়াকে।’

    গত দেড় বছরে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সময়টা একদমই ভালো যাচ্ছিল না। তবে বিশ্বকাপের ঠিক আগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ফিঞ্চের দল। ঘরের বাইরে টানা আট ম্যাচ জিতেই ইংল্যান্ডে পা রেখেছে তাঁরা। প্রতিপক্ষকে নিয়ে না ভেবে তাই নিজেদের খেলার দিকেই সব মনোযোগ দিতে চান ক্যারি, ‘শেষ আট ম্যাচে আমরা শক্তিশালী দলের বিপক্ষেই জিতেছি। বিশ্বকাপে প্রতিটা দলেরই নিজস্ব শক্তি আছে। আমাদেরও নিজেদের শক্তির হিসেবে খেলতে হবে। প্রতিপক্ষকে নিয়ে তাই ভাবার খুব বেশি দরকার নেই। তাহলে আমরা মনোযোগ হারিয়ে ফেলতে পারি। গত কয়েক মাসে আমরা সাফল্য পেয়েছি, ওয়ার্নার-স্মিথও ফিরেছে দলে। ফিঞ্চ ভালো ফর্মে আছে, ফাস্ট বোলাররাও উইকেট পাচ্ছে। সব মিলিয়ে আমরা ভালো কিছুর আশাই করছি।’

     

     

    বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ১ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু অজিদের। ইতিবাচক ক্রিকেট দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চান ক্যারি, ‘আমরা নিজেদের প্রস্তুতিটা শুরু করেছি। দুটি প্রস্তুতি ম্যাচও আছে সামনে। আমাদের অনেকেই আফগানিস্তানের ক্রিকেটারদের বিপক্ষে খেলেছে, এটা যথেষ্ট কাজে দেবে। প্রথম ম্যাচ থেকেই আমরা নিজেদের আধিপত্য বিস্তার করতে চাই। আমদের প্রতিপক্ষও এমনটাই চাইবে।’