• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    মুখে কালো টেপ বেঁধেই জুনাইদের প্রতিবাদ

    মুখে কালো টেপ বেঁধেই জুনাইদের প্রতিবাদ    

     

    দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা নতুন নয়। তবে এবারের অভিজ্ঞতা জুনাইদ খানের জন্য হজম করা একটু কঠিনই। বিশ্বকাপের মাত্র দিন দশেক আগে জানতে পারলেন, ইংল্যান্ড থেকে ফিরতে হচ্ছে দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখে কালো কাপড় বেঁধে সেটির অভিনব প্রতিবাদই করলেন জুনাইদ।

    ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। চার ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট, প্রায় ১৯ গড়ে। এরপর পাকিস্তানের ওয়ানডে দলে মোটামুটি নিয়মিতই ছিলেন। বিশ্বকাপে তাঁর জায়গাও পাকাই মনে করা হচ্ছিল। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে চার ম্যাচ নিলেন মাত্র দুই উইকেট। সেটাই কাল হলো, ওয়াহাব রিয়াজ আর আমিরের জন্য তাঁকে আর ফাহিম আশরাফককে জায়গা ছেড়ে দিতে হলো।

     

     

    জুনাইদের তাতে মন খারাপ হতেই পারে। ইংল্যান্ড সিরিজে পাকিস্তানের কোনো পেসারই ভালো করতে পারেননি। কিন্তু বলির পাঁঠা হতে হলো তাঁকেই। ফেসবুক, টুইটারে নিজের মুখে কালো কাপড় বেঁধে একটি ছবি পোস্ট করেছেন। সেটার সঙ্গে লিখেছেন, ‘আমি কিছুই বলতে চাই না। সত্য বড় কঠিন।’

    কিন্তু এই ক্যাপশনের জন্য আরও বড় মূল্য দিতে হবে না তো জুনাইদকে?