• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই জাতীয় দলে ফিরতে চান হেলস

    টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই জাতীয় দলে ফিরতে চান হেলস    

    একমাস আগেও ইংল্যান্ডের বিশ্বকাপে স্কোয়াডে ছিলেন তিনি, ব্যস্ত ছিলেন প্রস্তুতি নেওয়াতে। আনন্দবর্ধক ড্রাগ নেওয়াই কাল হয়ে দাঁড়িয়েছিল অ্যালেক্স হেলসের। শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হারিয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। কবে জাতীয় দলে ফিরবেন, সেটাও এখন অনিশ্চিত। হেলস বলছেন, ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই ইংল্যান্ড দলে ফিরতে চান তিনি।

    ইংল্যান্ডের সাবেকদের অনেকেই মনে করেন, হেলসকে আর জাতীয় দলে দলে সুযোগ দেওয়া উচিত নয়। অধিনায়ক এউইন মরগানসহ অন্য সতীর্থরাই হেলসকে বিশ্বকাপ স্কোয়াডে চাননি, তাঁর ওপর অন্যদের ভরসা নেই বলেই জানিয়েছেন মরগান। হেলস অবশ্য এখনই দলে ফেরার আশা ছাড়ছেন না, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপটাই আমার লক্ষ্য। এখন শুধু নিজের খেলাটা উপভোগ করতে চাই। এবার সিপিএলে সুযোগ পেয়েছি। এই টুর্নামেন্টসহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রান করতে চাই। বিদেশি ক্রিকেটার হিসেবে এসব টুর্নামেন্টে আমার ওপর একটা বাড়তি দায়িত্ব আসে। বছরজুড়ে যদি ভালো ফর্মে থাকি, তাহলে জাতীয় দলে ফেরাটা কঠিন হবে না।’

    ঘরের মাঠে বিশ্বকাপ হলেও খেলতে পারছেন না হেলস। নিজে না খেললেও সতীর্থদের শুভকামনা জানাতে ভোলেননি তিনি, ‘আমি সবসময়ই দলের ভালো চাই। গত কয়েক বছরে ইংল্যান্ড যেভাবে খেলেছে, তারা বিশ্বকাপ জেতার যোগ্যতা রাখে। টিভির সামনে বসে আমি দলকে সমর্থন জুগিয়ে যাবো।’

     

     

    স্কোয়াড থেকে বাদ পড়লেও বোর্ডের সাথে সবসময় যোগাযোগ রাখছেন হেলস, ‘আমি নিজেকে ফিট রাখছি, নিয়মিত অনুশীলন করছি, জিমেও যাচ্ছি। ইসিবির সাথে যোগাযোগ রাখছি সবকিছুর ব্যাপারে। তারাও আমার খোঁজ নিচ্ছে। আশা করি দ্রুততম সময়ে আমি ইংল্যান্ডের হয়ে ফেরার মতো অবস্থানে যাবো। জাতীয় দলের হয়ে খেলতে আমি ভালবাসি, এই কাজটা আরও অনেক বছর করতে চাই।’