• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    স্ত্রী-সন্তানদের ইংল্যান্ডে সঙ্গে রাখতে পারবেন না সরফরাজরা

    স্ত্রী-সন্তানদের ইংল্যান্ডে সঙ্গে রাখতে পারবেন না সরফরাজরা    

    গত বিশ্বকাপেও স্ত্রী-সন্তানদের নিজেদের কাছে রাখার অনুমতি পেয়েছিল পাকিস্তান দল। তবে এবার সেরকম কিছু পাচ্ছে না, দুই মাসের কাছাকাছি বিশ্বকাপ অভিযানে তাই পরিবার থেকে দূরেই থাকতে হচ্ছে সরফরাজদের।

    ইংল্যান্ড সিরিজেও পরিবারকে রাখার অনুমতি পেয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু বিশ্বকাপে তা হচ্ছে না। আনুষ্ঠানিকভাবে পিসিবি কিছু ব্যাখ্যা করেনি, তবে ইএসপিএনক্রিকইনফো বলেছে ক্রিকেটে আরও বেশি ‘ফোকাসের’ জন্য এবার সেই অনুমতি দেওয়া হয়নি। শুধু হাসির সোহেলকে বিশেষ ব্যবস্থায় অনুমতি দেওয়া হয়েছে। এর বাইরে কেউ পরিবারকে ইংল্যান্ডে রাখতে চাইলে সেই ব্যবস্থা নিজেদেরই করতে হবে।

     

     

    গত বিশ্বকাপেও পরিবারকে সঙ্গে রাখার অনুমতি পেয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। নিজেদের কক্ষেও স্ত্রীদের রাখতে পেরেছিলেন সরফরাজদের। কিন্তু এবার তা হলো না। ৩১ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু পাকিস্তানের বিশ্বকাপ অভিযান।