• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    পন্টিংয়ের চোখ সাকিবের ওপর

    পন্টিংয়ের চোখ সাকিবের ওপর    

    বিশ্বকাপের ঠিক আগেই আবারও ওয়ানডের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান। আয়ারল্যান্ডে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ইনজুরির আগ পর্যন্ত বল এবং ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন। বিশ্বকাপের আগে মোমেন্টাম তাই সাকিব এবং বাংলাদেশের পক্ষেই। অনেক আশার বিশ্বকাপে সাকিবকেই বাংলাদেশের ‘ডেঞ্জার ম্যান’ হিসেবে দেখছেন দু’বার অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।

    ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘ডেঞ্জার ম্যান’ পর্বে প্রত্যেক দলের ক্রিকেটারদের নিয়ে নিজের মতামত দিয়েছেন পান্টার। বিশ্বকাপে বাংলাদেশের মূল ভরসা হিসেবে সাকিবকেই দেখছেন তিনি। অলরাউন্ডার সাকিবের ব্যাটিংয়ে প্রশংসা করে তিনি বলেছেন, ‘ব্যাট হাতে বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম ভরসা সাকিব। ব্যাটসম্যান হিসেবে স্কয়ার অফ দ্য উইকেটে সে সবচেয়ে শক্তিশালী। গত বিশ্বকাপের পর থেকে ব্যাট হাতে তার ধারাবাহিকতা অসাধারণ।’

     

     

    ব্যাটসম্যান সাকিবের প্রশংসা করলেও তার বোলিংয়েই বেশি মুগ্ধ পন্টিং, ‘একজন ক্রিকেটার হিসেবে সাকিব কতটা স্মার্ট এবং চালাক- সেটা জানা যায় তার বোলিংয়ে। অন্যান্য স্পিনারদের মতো তার বলে টার্ন তেমন দেখা যায় না, কিন্তু আর্ম বল এবং বলের গতি পরিবর্তনে তার চেয়ে দারুণ বোলার খুব কমই আছে। এখনকার স্পিনাররা ঝুলিয়ে দেওয়া বলের চেয়ে পিচের থেকে পাওয়া টার্নের ওপরেই বেশি নির্ভরশীল। কিন্তু সাকিব ঝুলিয়ে দেওয়া বলে অন্যদের চেয়ে বেশি পারদর্শী।’

     

     

    সাকিবের অভিজ্ঞতাকেই বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম মূল শক্তি হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার বর্তমান সহকারি কোচ, ‘এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের হয়ে খেলছে সে। আইপিএল, বিগ ব্যাশ, কাউন্টি ক্রিকেটেও খেলায় তার অভিজ্ঞতার অভাব নেই। বড় ম্যাচে সাকিবের এই অভিজ্ঞতাই কাজে দেবে বাংলাদেশকে।’