• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'রোজার কারণেই আমার পারফরম্যান্স ভালো হচ্ছে'

    'রোজার কারণেই আমার পারফরম্যান্স ভালো হচ্ছে'    

    বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন কিনা, সেটা নিশ্চিত ছিল না দল ঘোষণার শেষ মুহূর্ত পর্যন্তও। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ডে এসেছেন দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান হাশিম আমলা। রোজার মাঝেই শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে পেয়েছেন হাফ সেঞ্চুরি। আমলা বলছেন, রোজা রাখার কারণেই তাঁর পারফরম্যান্সের গ্রাফ উপরের দিকে উঠছে।

    শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচই হয়েছে রোজার দিনে। সারাদিন রোজা রাখার পরেও লংকানদের বিপক্ষে আমলা করেছেন ৬৫ রান, ক্যারিবিয়ানদের সাথে করেছেন অপরাজিত ৫১ রান। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে প্রোটিয়ারা, সেই ম্যাচে দিনও থাকবে রোজা। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও রোজা রেখে খেলতে হবে তাকে। 

     

     

    ২০১২ সালে রমজান মাসে ইংল্যান্ড সফরে এসে ওভাল টেস্টে আমলা করেছিলেন ৩১১ রান। এই ওভালেই বিশ্বকাপের মিশন শুরু করবেন তাঁরা। আমলা বলছেন, রোজা রাখলেই তাঁর শরীর বেশি ফিট থাকে, ‘রোজা আসলে আমাকে অনেক সাহায্য করে। সবসময়ই রমজান মাসের জন্য অপেক্ষা করি। এটাই বছরের সেরা মাস। শারীরিক অনুশীলনের পাশাপাশি রোজা আত্মিক অনুশীলনও বটে।’

    স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত একাদশে সুযোগ পাবেন কিনা, সেটা নিয়ে খুব বেশি ভাবছেন না আমলা, ‘একাদশে থাকি কিংবা না থাকি, রানের ক্ষুধা সবসময়ই আছে। আর সুযোগ পেলে দলের জয়ে ভূমিকা রাখতে চাই। এই স্কোয়াডের সবাই অনেক অভিজ্ঞ। তাই যেই খেলুক না কেন, সেটা দলের ভালোর জন্যই হবে।’