• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    রোমাঞ্চ নিয়ে ভারতের অপেক্ষায় সাইফ উদ্দিন

    রোমাঞ্চ নিয়ে ভারতের অপেক্ষায় সাইফ উদ্দিন    

    কার্ডিফে এসে উষ্ণ অভ্যর্থনাই মিলেছিল বাংলাদেশের। সমস্যাটা বাঁধল ম্যাচের দিনই। পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচের দিন সকাল থেকেই শুরু হলো বৃষ্টি। সেই বৃষ্টি চলল দুপুর দুইটা পর্যন্ত। শেষ পর্যন্ত পণ্ডই হয়ে গেছে ম্যাচ, বিশ্বকাপের আগে আরেকটু অনুশীলনের সুযোগ হারিয়েছে বাংলাদেশ। তবে কাল আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত। কার্ডিফ এবার নিশ্চয়ই নিরাশ করবে না?

     

    আবহাওয়ার পূর্বাভাস আশাই দেখাচ্ছে। আজ যেমন রোদ ঝলমলে মাঠেই অনুশীলন করেছে বাংলাদেশ, কালও পূর্বাভাসে নেই বৃষ্টি। পাকিস্তানের বিপক্ষে বিশ্রামে থাকার কথা ছিল সাকিব আল হাসানের, শেষ পর্যন্ত তো ম্যাচই হয়নি। ভারতের বিপক্ষে খেলবেন না কি না সেটি নিশ্চিত নয় এখনো।

     

    বাংলাদেশ দল অবশ্য চাইবে, বিশ্বকাপের আগে যেন চোটের কোনো দুঃসংবাদ শুনতে না হয়। এই মুহূর্তে দলে সেরককম সমস্যা নেই কারও। ত্রিদেশীয় সিরিজে সাকিব ছাড়া বাকি সবাই কমবেশি ফিট ছিলেন। ছোট্ট উদ্বেগ ছিল শুধু মাহমুদউল্লাহর বোলিং নিয়ে। আশার কথা, এর মধ্যে অনুশীলনে বোলিং করেছেন মাহমুদউল্লাহ, দরকার হলে এখনই কয়েক ওভার বল করতে পারবেন।

    আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন সাইফ উদ্দিন। মাশরাফি, মোস্তাফিজের পাশাপাশি একাদশে জায়গা করে নিয়েছেন, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালোও করেছেন। বিশ্বকাপেও বড় স্বপ্ন নিয়েই যাচ্ছেন, ‘বিশ্বকাপের মতো বড় জায়গায় নিজেপে প্রমাণ করতে পারলে ভালো লাগবে। অনেক বড়  প্রতিপক্ষ, অনেক বড় ব্যাটসম্যান, ভালো কিছু করতে পারলে ভালো লাগবে।’

     

     

    ভারতের বিপক্ষে অবশ্য খেলা হয়নি এখনো তাঁর। হোক না প্রস্তুতি ম্যাচ, তবু প্রথমের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাঁকে, ‘হ্যাঁ, ওদের সঙ্গে এর মধ্যে যতগুলো ম্যাচ খেলেছি কাছে গিয়ে হেরেছি। ভারতের সঙ্গে আমি খেলিনি। সত্যি বললে আমি অনেক রোমাঞ্চিত। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ভারতের সঙ্গে খেলব। ভালো করি খারাপ করি আল্লাহর হাতে। চেষ্টা করব সেরাটা দেওয়ার জন্য। আর টুর্নামেন্টের শেষের দিকে ওদের সঙ্গে আমাদের ম্যাচ আছে। কাল যদি আমরা ভালো করি, মূল টুর্নামেন্টে সেটা আমাদের অনেক বেশি ভালো লাগবে।’

    প্রশ্ন উঠল, ইদানীং কোন বোলারদের বোলিংটা বেশি মনে ধরছে তাঁর। বুমরার কথাও উঠল। সাইফ উদ্দিন অবশ্য ভরসা রাখছেন নিজের স্কিলের ওপরেই, ‘অবশ্যই, বুমরা খুবই ভালো বোলার। ও এখন খুব ভালো করছে, সেটা নতুন বলে হোক বা ডেথ বলে হোক। হয়তো ওর মতো আমি ১৪৫ কিলোমিটারে বল করতে পারব না, তবে আমার ১৩০-৩৫ রেঞ্জে আমি বল করছি। প্রতিটা বোলারের স্কিলের নিজস্ব একটা জায়গা আছে। সেটার ওপর আস্থা রেখেই আমি কাজ করব। হয়তো কখনও সফল হব, কখনো হব না। ইংল্যান্ডের অনেক বোলারও খুব ভালো করছে। এদেরকে আমি অনুসরণ করি।’

    ছবি: বিসিবি