• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    আমরা যে কাউকে হারাতে পারি: রশিদ খান

    আমরা যে কাউকে হারাতে পারি: রশিদ খান    

    বিশ্বকাপে আফগানিস্তানের সবচেয়ে বড় ভরসার জায়গা তিনিই। ইংল্যান্ডে যদি চমক দেখাতে চায় আফগানরা, রশিদ খানকে জ্বলে উঠতে হবে সবার আগে। নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে মাঠে নামার আগে রশিদ বলছেন, পার্থক্য গড়ে দেওয়ার জন্য প্রস্তুত তিনি। প্রতিপক্ষকে সতর্ক করে তিনি জানালেন, যে কাউকে হারাতে পারে আফগানরা। 

    ইংল্যান্ড বিশ্বকাপে রান উঠবে অনেক, ক্রিকেটাররা নিজেরাই বলছেন এমনটা। এমন ইংলিশ পিচে নিজের কৌশলী বোলিং দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে চান রশিদ, ‘আসলে নিজের কৌশলের ওপর ভরসা থাকা উচিত। এশিয়া কাপে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে এখন আমরা নতুন একটা দল। নিজেদের দিনে যে যেকোনো বড় দলকে হারাতে পারি, সেটার প্রমাণ আমরা দিয়েছি। বিশ্বকাপে বড় ম্যাচের আগে নির্ভার থাকতে হবে, উপভোগ করতে হবে। এটা করতে পারলেই সাফল্য আসবে। আমি নিজের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।’

    রশিদের বয়স মাত্র বিশ। তবে আফগানিস্তান কোচ ফিল সিমন্স বলছেন, এত অল্প বয়সেও অনেক পরিপক্ক তিনি, ‘রশিদের মাথা ৩০ বছর বয়সীদের মতো কাজ করে। তাঁর থেকে দল কী চাচ্ছে, সেটা খুব ভালমতোই জানে সে।’

     

     

    গত এশিয়া কাপে রশিদ নিয়েছিলেন ১০ উইকেট, ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি তিন বোলারের একজন। সেই টুর্নামেন্টের মতো বিশ্বকাপেও জ্বলে উঠবেন তিনি, বিশ্বাস সাবেক আফগান অধিনায়ক আসগর আফগানের, ‘রশিদ আমাদের সেরা বোলার। সে বিশ্বকাপে দলের বড় শক্তি। সে একাই ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। প্রতিপক্ষ অবশ্যই তাঁকে নিয়ে চিন্তায় থাকবে।’