• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'অস্ট্রেলিয়ার জয়রথ 'ফ্লুক' নয়'

    'অস্ট্রেলিয়ার জয়রথ 'ফ্লুক' নয়'    

    গত বছর অস্ট্রেলিয়া যেন ওয়ানডেতে জিততেই ভুলে গিয়েছিল। টানা সাত ম্যাচ হেরে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছিল তাঁরা। এরপর মাঝে দুই ম্যাচ জিতলেও হারের বৃত্ত থেকে এই বছরের শুরু পর্যন্ত পুরোপুরি বের হতে পারেনি অজিরা। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারের দ্বারপ্রান্তে ছিল অস্ট্রেলিয়া। এরপর থেকেই যেন বদলে গেছে দলটি। গতকাল শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ পর্যন্ত টানা দশ ওয়ানডেতে জিতে রীতিমত উড়ছে অজিরা। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাওয়াজা বলছেন, এই জয়রথ মোটেও ‘ফ্লুক’ নয়, এটা তাঁরা ধরে রাখবেন বিশ্বকাপেও।

    অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর পেছেন আছে কঠোর পরিশ্রম, মানছেন খাওয়াজা, ‘পর্দার আড়ালে আমরা অনেক পরিশ্রম করেছি। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে হলে এটা লাগবেই। দলের সব সদস্যই এটা করে দেখিয়েছে, এজন্যই আমরা হারের বৃত্ত থেকে বের হতে পেরেছি। এটা 'দৈবভাবে' হয়ে যায়নি।’ 

    ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। ওই মুহূর্তটাই সবকিছু বদলে দিয়েছেন, জানালেন খাওয়াজা, ‘যখন আমরা ভারতের কাছে নিজেদের দেশে হেরে গেলাম, সেটাই ছিল টার্নিং পয়েন্ট। এরপর ভারত সফরে গিয়ে প্রথম দুই ম্যাচ হারলাম। ভারত অন্যতম সেরা দল এই ফরম্যাটে, তাদের আমরা দারুণ টক্কর দিয়ে শেষ তিন ম্যাচে জিতে সিরিজ জিতেছি। আমরা ঘুরে দাঁড়িয়ে জিততে পারব, এই আত্মবিশ্বাসটা সবসময়ই ছিল।’

    জয়ের ধারাটা বিশ্বকাপেও বজায় রাখতে চান খাওয়াজা, ‘জয় একটা অভ্যাসের মতো। এটা আমরা একটা সময় হারিয়ে ফেলেছিলাম। এখন আবার ফিরে পেয়েছি, সেটাকে ধরে রাখতে চাই। হারলে কেমন লাগে সেটা আমি জানি, জিতলে কেমন লাগে সেটাও। তাই জয়ী দলেই থাকতে চাই।’

     

     

    বিশ্বকাপে ওপেনিংয়ে নামতে পারবেন কিনা খাওয়াজা, সেটা এখনো নিশ্চিত না। তবে যে পজিশনেই নামেন না কেনো, ভালো ব্যাটিং করাটাই তাঁর লক্ষ্য, ‘ওপেনিংয়ে নামা নিয়ে আসলে খুব বেশি ভাবছি না। দলকে জয় এনে দেওয়াটাই আমার প্রধান লক্ষ্য। কোথায় ব্যাটিংয়ে নামব, সেটা আমার হাতে নেই। আমি ওপেনিংয়ে নামতে ভালোবাসি, এখানেই আজীবন ব্যাটিং করেছি। কিন্তু দল যেখানে ভালো মনে করবে সেখানেই নামবো। দলের জয়ে ভূমিকা রাখতে চাই। সেঞ্চুরি করার পর দল হারুক এটা চাই না। শূন্য রানে ফিরেও যদি দল জেতে, সেটাও অনেক ভালো।’