• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'বিশ্বকাপেই ৫০০ রানের রেকর্ড গড়তে চায় ওয়েস্ট ইন্ডিজ'

    'বিশ্বকাপেই ৫০০ রানের রেকর্ড গড়তে চায় ওয়েস্ট ইন্ডিজ'    

    এখন পর্যন্ত ওয়ানডেতে এক ইনিংসে ৫০০ রান ছুঁতে পারেনি কোন দলই। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৪৮১ রানের স্কোরটাই ওয়ানডেতে সর্বোচ্চ। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪২১ রান তুলেছে ক্যারিবিয়ানরা। দুর্দান্ত এক সেঞ্চুরি করা শাই হোপ বলছেন, বিশ্বকাপেই প্রথম দল হিসেবে ৫০০ রান করে ইংল্যান্ডের রেকর্ড ভাঙতে চান তাঁরা।

    ইংল্যান্ড বিশ্বকাপে রানবন্যা বইবে, সেটার আভাস পাওয়া গেছে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজেই। খোদ ক্রিকেটাররাও বলছেন এমনটাই। প্রস্তুতি ম্যাচেও অনেক রান উঠছে। গতকাল কিউইদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ করেছেন ৪২১ রান। নয় জন ব্যাটসম্যানদের স্ট্রাইক রেটই ছিল একশর ওপরে। নয় চার ও চারটি ছয়ে ৮৬ বলে ১০১ রান করেছেন হোপ।

    হোপ আশা করছেন, ৫০০ রানও করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ, ‘একটা পর্যায়ে গিয়ে এই লক্ষ্যটা অর্জন করতে চায় দলের সবাই। প্রথম দল হিসেবে ৫০০ রান করা তো দারুণ একটা ব্যাপার হবে। আমি বিশ্বাস করি আমাদের সেই ক্ষমতা আছে। দলে রাসেলদের মতো বিধ্বংসী ব্যাটসম্যান আছে। যখনই সে সজোরে মারে, তখনই সেটা ছয় হয়ে যায়! তার বিপক্ষে তো বল করতেই ভয় পাওয়ার কথা সবার!’

     

     

    গত দুই মাসে হোপ করেছেন তিনটি সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি আছে দুইটি। প্রস্তুতি ম্যাচের মতো বিশ্বকাপের মূল টুর্নামেন্টেও ফর্মটা ধরে রাখতে চান হোপ, ‘ইংল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য মানসিকতায় কিছুটা পরিবর্তন এসেছে। তবে প্রস্তুতিতে সেটা প্রভাব ফেলেনি। অন্য সব জায়গাতে যেখানে রান তোলার চেষ্টা করি, এখানেও তেমনটাই হবে।’