• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    জিং বেল 'বিভ্রাট' নিয়ে দুশ্চিন্তায় কোহলি-ফিঞ্চ

    জিং বেল 'বিভ্রাট' নিয়ে দুশ্চিন্তায় কোহলি-ফিঞ্চ    

    বল স্টাম্পে লাগলো, কিন্তু বেল পড়ল না। এমন ঘটনা আগেও দেখেছে ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ড বিশ্বকাপে অবশ্য এমন দৃশ্য দেখা গেছে ১৪ ম্যাচে পাঁচবার! বিশ্বকাপে ব্যবহার হওয়া ‘জিং বেল’ নিয়ে এরই মাঝে উঠেছে বিতর্ক। গতকাল ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে জাসপ্রীত বুমরাহর বল স্টাম্পে লাগলেও পড়েনি বেল, আউট হওয়া থেকে বেঁচে যান ডেভিড ওয়ার্নার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চ দুইজনই বলেছেন, জিং বেলের এমন অদ্ভুত আচরণ তাদেরকে বেশ দুশ্চিন্তার মাঝেই ফেলেছে।

    ওভালে আদিল রাশিদের বলে কুইন্টন ডি কক, কার্ডিফে ট্রেন্ট বোল্টের বলে দিমুথ করুনারত্নে, নটিংহামে মিচেল স্টার্কের বলে ক্রিস গেইল, কার্ডিফে বেন স্টোকসের বলে মোহাম্মদ সাইফউদ্দিন; বিশ্বকাপের প্রথম সপ্তাহে বল লেগে জিং বেল না পড়ায় বেঁচে গেছে এই চার ব্যাটসম্যান। গতকাল ওয়ার্নারও একইভাবে বেঁচে গেছেন।  

    ম্যাচ শেষে কোহলি বলছেন, জিং বেলের এমন আচরণ অস্বাভাবিক, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এরকমটা আশা করা যায় না। এমনিতে জিং বেলের প্রযুক্তিটা দারুণ। লাইট জ্বলার কারণে আপনি বুঝতে পারবেন কখন স্টাম্প ভাঙা হয়েছে। একজন ব্যাটসম্যান হিসেবে আমি বলছি, যাদের বলে বেল পড়েনি, তাঁরা কেউই কিন্তু মিডিয়াম পেসার না, তাঁরা পুরোদমে পেসার।’

    বুমরাহর বলে যখন বেল পড়ল না, তখন মহেন্দ্র সিং ধোনি স্টাম্পের কাছে গিয়ে কিছু একটা পরীক্ষা করছিলেন। কোহলি জানালেন, স্টাম্প মাটির সাথে বেশি শক্তভাবে লাগানো আছে কিনা সেটাই দেখছিলেন ধোনি, ‘ধোনি স্টাম্পের নিচেও পরীক্ষা করেছে, সেটা খুব শক্তভাবে লাগানো হয়নি, স্বাভাবিকভাবেই লাগানো ছিল। তাই স্টাম্পের আসলে কী হয়েছিল কিছুতেই বুঝতে পারছি না। কোন দলই এটা দেখতে চায় না। যখন আপনি ভালো বল করেও এভাবে উইকেট থেকে বঞ্চিত হবেন, সেটা মানা যায় না। এরকম ঘটনা আগে খুব বেশি দেখিনি।’

     

     

    এদিকে অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চের ভয়, নকআউট পর্বের গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন কিছু ঘটলে সেটা বেশি সমস্যা হয়ে দাঁড়াবে, ‘এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। ওয়ার্নারের স্টাম্পে সজোরে লেগেছিল বল। এরকম ঘটনা বিশ্বকাপে একের পর এক ঘটেই যাচ্ছে। যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে এমন কিছু হয়, কেউ যদি ভালো বল করেও উইকেট না পায়, সেটা খুবই হতাশাজনক হবে। আসলে আমাদের কী করা উচিত সেটাই জানি না। বেলকে আর কত হালকা করা যায় সেটাও বুঝতে পারছি না।’